দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইউক্রেনের সঙ্গে যুদ্ধের তামামা যখন তুঙ্গে সেই সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশ সফরে গেছেন। আশঙ্কা করা হচ্ছে যে, বেলারুশকে ইউক্রেন যুদ্ধ সরাসরি জড়ানোর চেষ্টা করতে পারেন পুতিন।
এদিকে গতকাল (সোমবার) ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর সিরিজ ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ প্রায় ১০ মাস ধরে ইউক্রেনের ওপর হামলা চালিয়ে গেলেও তেমন কোনো সুবিধা করে উঠতে পারেনি রাশিয়া। বরং জমি জবরদখল করতে ব্যর্থ হয়ে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর ওপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এবার বেলারুশের সহায়তায় ইউক্রেনের বিরুদ্ধে আরও বড় আকারের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করা হচ্ছে।
ইউক্রেন ধারণা করছে যে, সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশ সফরে গিয়ে এমন উদ্যোগ চূড়ান্ত করতেও পারেন। বেলারুশে মোতায়েন রুশ সৈন্যরা মহড়ার প্রস্তুতি নেওয়ায় এমন আশঙ্কা আরও বাড়ছে। উল্লেখ্য যে, রাশিয়াকে সাহায্য করলেও বেলারুশ এখনও সরাসরি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়েনি।
অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি রবিবার বলেছেন, রাশিয়া এবং বেলারুশ সীমান্তে সুরক্ষা নিশ্চিত করা সরকারের লাগাতার অগ্রাধিকারের মধ্যেই পড়ে।
ইউক্রেনের সামরিক কর্মকর্তারা আশঙ্কা করছেন যে, রাশিয়া শীতকালে ইউক্রেনের ওপর আরও বড় আকারে হামলার প্রস্তুতি নিতে যাচ্ছে। এমনকি রাজধানী কিয়েভ দখল করাও তাদের লক্ষ্যের মধ্যে রয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।