দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কিশোরী বয়সে চুল থাকবে সিল্কি, ভারী। একটু বাতাসেই চুলগুলো ঢেউ তুলবে। তবে বর্তমানে ঘটছে তার উল্টো। কিশোরী বয়সে চুল পড়া একটা সাধারণ সমস্যা। তবে এর সমাধানও আছে।
ইদানীং শ্যাম্পু করতে গিয়ে রিমি খেয়াল করল তার অসম্ভব চুল উঠছে । রিমির বয়স মাত্র চৌদ্দ। এই বয়সে এত চুল কেন পড়ছে? এই প্রশ্ন রিমির মত এখন আরও অনেক কিশোরীর। কিশোরী বয়সে চুল পড়ার জন্য বিভিন্ন কারণই দায়ী। এ সময় শরীরের হঠাৎ বৃদ্ধির সাথে সাথে প্রয়োজন পড়ে বাড়তি পুষ্টির। তবে বেশীরভাগ পরিবারে পুষ্টিকর খাদ্য শুধু মাংসেই সীমাবদ্ধ। যে কারণে সুষম খাদ্যের অভাবে চুল পড়তে পারে। এছাড়াও হরমোনের পরিবর্তনও চুল পড়ার জন্য দায়ী।
কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে, বর্তমানে প্রতিযোগীতাপূর্ণ যুগে কিশোরীরা অতিরিক্ত চাপের মধ্যে থাকে। এবং তাদের মধ্যে অনিয়মটা খুবই বেশী দেখা যায়। এটিও চুল পড়ার অন্যতম কারণ। তাছাড়া এই বয়সে নিজেকে সুন্দর দেখানোর প্রবণতাও বাড়ে। অনেকেই চুল সুন্দর রাখতে হেয়ার আয়রণ মেশিন অতিরিক্ত ব্যবহার করে থাকে। এটিও চুলের স্বাস্থ্য নষ্ট করে।
# খুব সহজেই চুল পড়া থেকে মুক্তি পাওয়া যেতে পারে। চুল পড়া প্রতিহত করতে চুলের যত্ন নিতে হবে।
# যেমন শ্যাম্পু করার কমপক্ষে ৬ ঘন্টা আগে হালকা গরম তেল চুলের গোড়ায় ম্যাসেজ করতে হবে।
# তেল দেওয়ার সাথে সাথে শ্যাম্পু করা উচিৎ নয় এতে চুলের ক্ষতি হয়।
# সবসময় খেয়াল রাখতে হবে কোন অবস্থাতেই যেন চুলের গোড়ায় খুশকি না জমে।
# প্রাকৃতিকভাবে খুব সহজে খুশকির আক্রমন ঠেকানো সম্ভব।
# হালকা গরম নারিকেল তেলের সাথে লেবুর রস মিশিয়ে ভাল করে ম্যাসেজ করে খুশকির উপদ্রব কমানো সম্ভব।
# প্রাকৃতিক উপায়ে চুলকে স্বাস্থ্যবান, সিল্কি ও চুল পড়া রুখতে ১৫ দিন পর পর একটা পেস্ট লাগানো যেতে পারে।
# পেস্টটি তৈরি করতে হবে বাটা মেথি, আমলকি, মসুরের ডাল ও ডিমের সাদা অংশ দিয়ে। পেস্টটি ভালোভাবে ফেটে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিতে হবে।
# কমপক্ষে ২০ মিনিট রাখার পর শ্যাম্পু করে ফেলতে হবে।
তবে সতর্ক থাকতে হবে যেদিন পেস্ট লাগাবেন সেদিন ভুলেও হেয়ার ড্রাইয়ার বা হেয়ার আয়রন ব্যবহার করা যাবে না। এভাবে নিয়মগুলো ফলো করলে চুল পড়া সমস্যা অনেকাংশে কেটে যাবে। এরপরও যদি সমাধান না হয় তাহলে হেয়ার এক্সপার্টের পরামর্শ নেওয়া উচিত।
This post was last modified on জুলাই ১০, ২০২৪ 12:43 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…
View Comments
Chuler aga chikon hoye jacce. 1ta chul teke onek gulo aga ber hocce. Shining ta reduce hacce ami akon ki korte pari?
Amar onek chul porche ami ki korte pari ?
amar cul a procur dandrof.r cul procur pora.