দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি বিলবোর্ডে পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়। কিন্তু তাই বলে সঙ্গী খুঁজতে বিলবোর্ডে বিজ্ঞাপন দেওয়ার ঘটনা বোধহয় এই প্রথম! রাশিয়ান নারী ঘটিয়েছেন এমন একটি আজব ঘটনা।
রাশিয়ার মারিয়া মোলোনোভা সঙ্গী শূন্যতা দূর করার জন্য এমন আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছেন। সঙ্গী খুঁজতে বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়েছেন ওই নারী।
রাশিয়ান এই নারী বেশ ধনী একজন নারী। তার দুটি সন্তান রয়েছে। তবে সঙ্গী নেই। তাছাড়াও ইউক্রেনে যুদ্ধ শুরুর পর নিষেধাজ্ঞার কারণে ডেটিং অ্যাপে সঙ্গী খোঁজার সুযোগও নেই। তাই ২৬ বছর বয়সী এই নারী বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নেন।
তবে কোনো কাগজে কিংবা কোনো ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্মও নয়, তিনি সরাসরি বিলবোর্ডের মাধ্যমে তার ইচ্ছার কথা প্রকাশ করেছেন। এতে করে কাজও হয়েছে মারিয়ার। তবে একটা সমস্যা ছিল।
কারণ যে তাকে বিয়ে করতে চেয়েছে সে ইউক্রেনের নাগরিক। সেরহি খারকুশা নামে এই বিলিয়নিয়ার থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তার আরেকটি পরিচয় রয়েছে। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর দেশটির সেনাদের সাহায্য করার জন্য তহবিল সংগ্রহ করেন তিনি।
সেরহি খারকুশা মারিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। বিজ্ঞাপনের জবাবে তিনি বলেছেন যে, ‘ফিরে তাকান, আমি প্রস্তুত রয়েছি।’
মারিয়ার বিলবোর্ড বিজ্ঞাপন নিয়ে কথাও বলেছেন সেরহি খারকুশা। তিনি বলেছেন, ‘আমি এমন লোকদের পছন্দ করি না যারা যুদ্ধ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন করেন। তবে আমি একজন রাশিয়ান নারীর সঙ্গেই প্রেম করতে চাই। আমার ঘনিষ্ঠ বন্ধুদের অধিকাংশই হলো রাশিয়ান নাগরিক। আমি যাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তাদের সঙ্গে আড্ডাও দেই। আমি কখনও যুদ্ধ সমর্থন করি না।’
মারিয়াকে পছন্দের কারণ হিসেবে সেরহি খারকুশা বলেছেন, ‘তিনি খুব সাহসী। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনেক নারীও রয়েছেন। তবে আমি মারিয়াকে দেখেছি, সে সৃজনশীল নারী।’
তবে মারিয়া এই প্রস্তাবে কিছুটা নেতিবাচক প্রতিক্রিয়াও জানিয়েছেন। তিনি মনে করেন, সেরহি খারকুশা এর মাধ্যমে নিজেকে উন্নীত করেছেন। এছাড়াও সেরহি খারকুশা এখনও মারিয়ার সঙ্গে যোগাযোগ করেননি।
মারিয়া বলেছেন, ‘সেরহি খারকুশা সত্যিই কী আমার সম্পর্কে জানতে চান? আমি সন্দেহের মধ্যেই রয়েছি। তিনি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করলেই খুশি হতাম।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।