দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার বানানো হয়েছে মেসি সন্দেশ। তবে আপনি যদি এই মেসি সন্দেশ খেতে চান তাহলে আপনাকে যেতে হবে কোলকাতায়!
এবার কোলকাতার মিষ্টির দোকানে সাধারণ মিষ্টির বদলে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা রসগোল্লা, মেসি এবং ওয়ার্ল্ডকাপ সন্দেশ! কোলকাতার হাওড়ার গন্ধেশ্বরী সুইটসের শোকেসে ভরতি এইসব মিষ্টিতে। যেখানে গরম রসে সাঁতার কাটছে সাদা নীল ডোরাকাটা চেহারার আর্জেন্টিনা রসগোল্লা! শো-কেস জুড়ে সাজানো রয়েছে বিশ্বকাপের আদলে সন্দেশ। এলাকাবাসীদের আলোচনার কেন্দ্রে পরিণতি হয়েছে এই মিষ্টি। রাত জেগে লোকজন যেমন খেলা দেখছেন, তেমনি নিয়ে যাচ্ছেন বিশ্বকাপ স্পেশ্য়াল এইসব মিষ্টি।
সংবাদ মাধ্যমকে মিষ্টির দোকানের কর্ণধার কেষ্ট হালদার জানিয়েছেন, ”বিশ্বকাপ শুরুর প্রথম থেকেই এই মিষ্টির জনপ্রিয়তা দেখা যাচ্ছে। বিশেষ করে আর্জেন্টিনা রসগোল্লা এবং বিশ্বকাপ সন্দেশের প্রতিই সবার ঝোঁক অনেক বেশি। সবাই খুব পছন্দ করছেন এই মিষ্টি। আরও রয়েছে ফুটবল সন্দেশ।”
এই দোকানেই তৈরি করা হয়েছে ৩ ফুটের মেসি সন্দেশ। যার দাম রাখা হয়েছে ১২ হাজার টাকা। ইতিমধ্যেই এলাকার দুটি ক্লাব অগ্রিম বুকিংও করেছে এই সন্দেশের। অপরদিকে আর্জেন্টিনা রসগোল্লার দাম ১৫ টাকা, আর বিশ্বকাপ সন্দেশের দাম ৫০ টাকা।
এই মিষ্টির দোকানের কর্ণধার কেষ্ট হালদার ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলেরই সমর্থক। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর তার দোকানের মিষ্টির চাহিদা আরও বেড়ে গেছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।