দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত বছর মিয়ানমারে জান্তার দমন পীড়নে ১৬৫ শিশু নিহত হয়েছে। দেশটির জান্তা বিরোধী জাতীয় ঐক্য ফ্রন্টের সরকার এক বিবৃতিতে এই অভিযোগ করেছে।
তাদের মতে, এই সংখ্যা পূর্বের বছরের তুলনায় ৭৮ শতাংশ বেশি। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী রক্তহীন এক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয়। যে কারণে দেশটিতে রাজনৈতিক সংকট এবং জান্তা বিরোধী বিক্ষোভ শুরু হয়। তারপর থেকে মিয়ানমারে বিক্ষোভ দমনের নামে জান্তার দমন পীড়ন চলছেই।
জাতীয় ঐক্য সরকারের অভিযোগ, জান্তার বিমান হামলা এবং গোলাবর্ষণের কারণে গত বছর মিয়ানমারে সবচেয়ে বেশি শিশু মারা যায়। এ সম্পর্কে বেলজিয়াম ভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) মিয়ানমারের জ্যেষ্ঠ পরামর্শক থমাস কিয়ান জানিয়েছেন, শিশু হত্যা নিয়ে জাতীয় ঐক্য সরকারের এই তথ্য বিশ্বাস না করার কোনো কারণই নেই। টমাস কিন জাতীয় ঐক্য সরকারের নারী, যুব এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র।
জান্তার বিমান হামলা এবং গোলাবর্ষণের কারণে ২০২২ সালে মিয়ানমারে সবচেয়ে বেশি শিশু মারা গেছে।
তিনি জানান, জান্তা বাহিনী তাদের নিজ দেশেই বেসামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে। বাদ যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সে কারণে জান্তার গোলাবর্ষণ এবং বিমান হামলায় শিশু নিহতের সংখ্যা আগের চেয়েও বেড়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।