দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিয়ানমারের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় ৭ হাজার ১২ জন কয়েদিকে মুক্তি দিলো দেশটির ক্ষমতাসীন জান্তা।
বুধবার দেশটির সরকারি টিভি চ্যানেল এমআরটিভিতে দেওয়া এক ভাষণে এই তথ্য নিশ্চিত করেন জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে।
ওই ভাষণে জান্তাপ্রধান বলেন, ‘মিয়ানমারের সাধারণ জনগণকে ৭৫তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা। বিগত বিভিন্ন বছরের মতো এই বছরও স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমার অধীনে কিছু সংখ্যক কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এই বছরের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৭ হাজার ১২ জন কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার।’
তিনি আরও জানিয়েছেন, আমরা চীন, থাইল্যান্ড, ভারত, লাওস এবং বাংলাদেশের মতো প্রতিবেশীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। আমরা সীমান্ত স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করবো।
উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে দেশটির জাতীয় ক্ষমতা দখল করে সামারিক বাহিনী। সুচিকে গ্রেফতার করে অজ্ঞাত এক কারাগারে নিয়ে যাওয়া হয়। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া মিন অং হ্লেইং হন দেশটির নতুন সামরিক সরকারের প্রধান।
ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার দিবসকে প্রতি বছর মিয়ানমার সরকার কিছু বন্দিকে মুক্তি দিয়ে থাকে। এবারও ৭ হাজার ১২জনকে মুক্তি দেওয়া হয়। তবে মুক্তি পাওয়াদের মধ্যে রাজনৈতিক বন্দিরা রয়েছেন কিনা তা অবশ্য স্পষ্ট নয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।