দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের প্রথমেই মুক্তি পেলো চরকি অরিজিনাল সিরিজ ‘গুটি’। এই সিরিজে সুলতানা নামে একজন মাদক পাচারকারী চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।
সুলতানা কয়েকবছর ধরেই স্থানীয় মাদক চোরাচালানকারী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। এই সময়ের মধ্যে সে প্রচুর অর্থ এবং সম্পদও করেছে তবে বিনিময়ে হারাতে হয়েছে কাছের মানুষ, সম্পর্ক, বিশ্বাস এবং আশা। এই কাজে পালানোর কোনো পথই নেই। তবে সুলতানা তার মেয়ের জন্য সুন্দর এক পৃথিবীর স্বপ্নই দেখেন। টান টান উত্তেজনা নিয়ে চলতে থাকে পুরোটা সিরিজটি।
শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ৭ পর্বের এই সিরিজটি শুরু হয়েছে ৫ জানুয়ারি। এই সিরিজে আজমেরী হক বাঁধন ছাড়াও আরও অভিনয় করেছেন- শাহরিয়ার নাজিম জয়, শরীফ সিরাজ, মৌসুমী হামিদ, নাসির উদ্দিন খান, টুনটুনি সোবহান, আরিয়া আরিত্রা, আরফান মৃধা শিবলু, মাহমুদুল আলমসহ আরও অনেকেই।
সিরিজে মূল চরিত্রের অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, ‘গুটি’র গল্পটা পরিচালক শঙ্খ খুব দুর্দান্তভাবেই সাজিয়েছেন। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। এই সিরিজে আমি সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে কাজ করেছি। চরিত্রটি নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই আলাপও করেছি। আমি এই চরিত্রটি অনেক দিন ধরেই নিজের মধ্যে ধারণ করেছি। সিরিজে কাস্টিংগুলো খুব ইন্টারেস্টিং।
দর্শকদের উদ্দেশ্যে বাঁধন বলেছেন, ‘বাংলাদেশে সাধারণত ফিমেল লিডের কাজ চলে না, এই কথাটা আসলেও শুনতে চাই না। আমি বিশ্বাস করি আগামী ১/২ বছরের মধ্যেই এই ধারণার পরিবর্তন হবে। আমরা আমাদের কাজ দিয়ে এই চিন্তার পরিবর্তনও করতে পারবো। দর্শকদেরও নতুন কিছু দিতে পারবো।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।