দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টাটা মুম্বাই ম্যারাথনের ১৮তম সংস্করণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ভারতে। এই ম্যারাথনে অংশ নেন ৫৫ হাজারেরও বেশি মানুষ। তবে এই বিশাল আয়োজনে নজর কাড়েন এক নারী। যার বয়স আশিতে পৌঁছেছে!
জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, প্রবীণ ওই নারীর নাম ভারতী। মুম্বাই ম্যারাথনে ভারতীর অংশগ্রহণের একটি ভিডিও তারই নাতনি ডিম্পল মেহতা ফার্নান্দেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায় যে, তিনি চশমা পরা অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে শাড়ি পরেই ম্যারাথনে দৌড়াচ্ছেন।
তার হাতে রয়েছে ভারতের জাতীয় পতাকা। আর প্রতিযোগিতায় অংশগ্রহণের আইডি কার্ড ঝুলছে গলায়। তার পায়ে নীল স্নিকার্স। জানা যায়, ৮০ বছর বয়সী ভারতী এবারের মুম্বাই ম্যারাথনে ৪ দশমিক ২ কিলোমিটার দৌড়েছেন। তার সময় লেগেছে ৫১ মিনিট।
ভিডিওটি আপলোড করে ক্যাপশনে তার নাতনি ডিম্পল মেহতা লিখেছেন যে, ‘আমি আমার ৮০ বছর বয়সী দাদীর দৃঢ়তা এবং ফোকাস দ্বারা অনুপ্রাণিত। গত ১৫ জানুয়ারি টাটা মুম্বাই ম্যারাথনে দৌড়েছিলেন তিনি।’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার এই ভিডিও।
উল্লেখ্য যে, টাটা মুম্বাই ম্যারাথনের বার্ষিক ইভেন্ট ভারতে প্রতিবছর জানুয়ারি মাসের তৃতীয় রবিবার অনুষ্ঠিত হয়। তবে করোনা মহামারীর কারণে এই অনুষ্ঠান বন্ধ ছিলো। করোনার পর আবার এই ম্যারাথন অনুষ্ঠিত হলো।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।