দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘পোষ্য বড্ডই আদুরে’ তাই সারাক্ষণ পায়ে পায়ে জড়িয়ে থাকা পোষ্যকে বাড়িতে রাখতে চান না মালিক। সে কারণে চিঠি ধরিয়ে বাড়ি ছাড়া করলেন তাকে!
বাড়ির পোষ্য বিড়ালটি ভীষণ আদুরে। সারাক্ষণ পায়ে পায়ে ঘোরে ও প্রচণ্ড ডাকাডাকি করে, এই ছিলো তার অপরাধ! তাই নিজের বাড়িতে না রেখে পাশেরই একটি আবাসনে ৪ বছর বয়সি বিড়ালটিকে ছেড়ে দিয়ে চলে গেছেন ফ্লোরিডার এক বাসিন্দা। সঙ্গে লেখা রয়েছে লম্বা একটি চিঠি।
সেখানে লেখা রয়েছে বিড়ালটি নাকি ‘একটু বেশিই আদুরে’। এটিই তার মালিকের বিরক্ত হয়ে ওঠার প্রধান কারণ। সেখানে বিড়ালের বয়ানেই আরও লেখা রয়েছে যে, “আমি আমার মালিককে সারাক্ষণ আদর করতে বলতাম। তিনি বাড়ির বাইরে গেলেই, আমি সারাক্ষণ দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতাম। ফিরলেই প্রচণ্ডভাবে কথা বলে ফেলতাম। আমি তাকে ভালোবাসলেও তিনি আমাকে কিন্তু পছন্দ করতেন না। আমার মনে হয় কেও না কেও একদিন ঠিক আমার ভালোবাসার কথা বুঝতে পারবেন। তখন তার সঙ্গে আমাকে তার বাড়িতে নিয়ে যাবেন।”
চিঠির একেবারে শেষে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা হয়েছে যে, “অনেকদিন ধরে আমি আমার বাড়িতে যাওয়ার স্বপ্নই দেখছি।”
এই ভিডিও ছড়িয়ে পড়া মাত্রই গর্জে উঠেছেন মন্তব্যকারীরা। জেরির আগের মালিকের উদ্দেশ্যে কেও লিখেছেন, “ভবিষ্যতে আর কোনও পোষ্য বাড়িতে নিয়ে আসার আগে ১০ বার আপনাকে ভাবতে হবে।” অন্য এক জনের বক্তব্য হলো, “রাগে আমার গা একেবারে জ্বলে যাচ্ছে! মানুষ কী করে এতো অমানবিক হতে পারেন?”
নেটমাধ্যমে জেরির এই করুণ কাহিনী ছড়িয়ে পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে দত্তক নিতে আগ্রহী হয়েছেন এক পরিবার।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।