দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। আর জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আন্তাকিয়া হতে দশম দিনে এক মা ও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়।
আল-জাজিরার এক খবরে বলা হয়, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আন্তাকিয়া হতে দশম দিনে এক মা এবং দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়। ২২৮ ঘণ্টা ধরে তারা ধ্বংসস্তূপের মধ্যে আটকে ছিল। সম্প্রতি আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চল মারাত্মকভাবে বিধ্বস্ত হয়ে বহু মানুষ হতাহত হয়েছেন।
আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে যে, ইলা এবং তার দুই শিশু মেইসাম এবং আলীকে একটি বিধ্বস্ত অ্যাপার্টমেন্টের ব্লক হতে উদ্ধার করা হয়। এদিকে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচ থেকে ৯ দিনের বেশি সময় পর জীবিত উদ্ধার করা হয়েছে এক নারীকে।
কাহরামানমারাস শহরে একটি ধ্বংসস্তূপের নিচ হতে উদ্ধার করা হয় তাকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই নারীকে উদ্ধারের দৃশ্যগুলো। গত ৬ ফেব্রুয়ারি ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হানার ২২২ ঘণ্টা পর উদ্ধার হন ৪২ বছর বয়সী ওই নারী। তার নাম মেলিক ইমামোগ্লু।
ভূমিকম্পের আঘাতে দুই দেশে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ছাড়িয়ে গেছে। যারমধ্যে কেবল তুরস্কে মারা গেছে ৩৫ হাজারেরও বেশি। তুরস্ক ছাড়াও সিরিয়া, লেবানন, সাইপ্রাসের মতো প্রতিবেশী দেশগুলোতেও আঘাত হানে ওই ভয়াবহ ভূমিকম্প।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।