দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুধে ভেজাল দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে ভারতের উত্তরপ্রদেশে এমন ঘটনায় দুধওয়ালার বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হয়। দীর্ঘদিনের আগের এই মামলার শুনানিতেই কেটে গেছে ৩২ বছর! অবশেষে বিচারক রায় দেন দুধওয়ালা হরবীর সিং-এর ৬ মাসের জেল!
ওই ব্যক্তিকে ৬ মাসের কারাবাসের সাজার পাশাপাশী ৫ হাজার টাকা জরিমানাও করা হয়। মামলার বিবরণী থেকে জানা গেছে, দুধের মধ্যে পানিসহ বিভিন্ন ভেজাল মেশানোর অভিযোগে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বাসিন্দা হরবীর সিংহের বিরুদ্ধে ১৯৯০ সালের এপ্রিল মাসে মামলাটি করা হয়। উত্তরপ্রদেশের খাদ্য দপ্তরের তৎকালীন কর্মকর্তা সুরেশ চাঁদ ছিলেন ওই মামলার বাদি। ওই বছর ২১ এপ্রিল হতে শুরু হয় মামলার শুনানি। অথচ বছরের পর বছর ধরে চলতে থাকে এই মামলার শুনানি। অবশেষে গত বছর অর্থাৎ ২০২২ সালের ১৮ জানুয়ারি, দীর্ঘ ৩১ বছর ৯ মাস পর মামলার রায় ঘোষণা করেন এই মামলার বিচারক।
আসামিকে দোষী প্রমাণিত করে তাকে সাজাও দেওয়া হয়। রায় ঘোষণার সময় বিচারক বলেন যে, সমস্ত প্রমাণ খতিয়ে দেখেই অভিযুক্ত দুধওয়ালা হরবীরকে দোষী সাব্যস্ত করা হলো। তথ্যসূত্র : সংবাদ প্রতিদিন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।