দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের উত্তর প্রদেশে ৮৫ বছরের এক বৃদ্ধ তার প্রায় ২ কোটি টাকা মূল্যের সম্পত্তি সন্তানদের না দিয়ে সরকারকে লিখে দিলেন।
শুধু তা-ই নয়, সন্তানদের কাছে ‘বোঝা হয়ে যাওয়া’ নাথু সিং নামে ওই বৃদ্ধ তার মৃতদেহ একটি মেডিকেল কলেজে উইল করে দিয়ে বলেছেন যে, তার ছেলে এবং ৪ মেয়ে কেওই যেনো তার শেষকৃত্যে অংশ নিতে না পারে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, মুজাফফরনগরের বাসিন্দা নাথু সিং যে বসতবাড়ি ও জমি রয়েছে, যার মূল্য প্রায় ২ কোটি টাকা। তার একটি ছেলে রয়েছে সে একজন স্কুল শিক্ষক। তাছাড়াও তার ৪ মেয়ে আছে, যারা সকলেই বিবাহিত।
স্ত্রীর মৃত্যুর পর থেকে বৃদ্ধ একাই বসবাস করতেন। প্রায় ৭ মাস আগে তিনি তার গ্রামের একটি বৃদ্ধাশ্রমে চলে যান।
৮৫ বছর বয়সী বৃদ্ধের হৃদয় ভেঙে গেছে, যখন তার কোনো সন্তান তাকে দেখতেও আসেনি। তিনি তার সম্পত্তি সরকারকে লিখে দিয়ে তার মৃত্যুর পরে সেখানে একটি হাসপাতাল কিংবা একটি স্কুল তৈরি করতে বলেছেন।
টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেছেন, এই বৃদ্ধ বয়সে যেখানে আমি আমার সন্তান ও পুত্রবধূর সঙ্গে থাকতে পারতাম, সেখানে তারা কেও আমাকে তাদের কাছে নেয়নি। তাই আমি আমার সম্পত্তি সরকারকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
উইলে আরও বলা হয়, তিনি গবেষণা ও একাডেমিক কাজে ব্যবহারের জন্য তার শরীর দান করেছেন। এমন ঘটনার পরও অবশ্য তার পরিবারের সদস্যরা এখনও এগিয়ে আসেনি।
বৃদ্ধাশ্রমের পরিচালক রেখা সিং বলেছেন যে, প্রায় ৬ মাস আগে বৃদ্ধ সেখানে থাকতে শুরু করেন। তারপর থেকে কেও তাকে দেখতে আসেনি। বৃদ্ধ তার সন্তানদের প্রতি খুবই বিরক্ত ছিলেন ও সে কারণেই নিজের সম্পত্তি রাজ্য সরকারকে দিয়ে দিতে চাইতেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে যে, ওই এলাকার সাব-রেজিস্ট্রার বলেছেন যে, তারা নাথু সিং এর হলফনামা পেয়েছেন ও তার মৃত্যুর পরই এটি কার্যকর হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।