দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট আকারের ভিডিও খুব সহজেই নির্মাণ ও প্রকাশের সুযোগ থাকার কারণে তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় একটি মাধ্যম হলো এই টিকটক। টিকটকে কোন কোন ব্যক্তি আপনার প্রোফাইল দেখছে তা জানবেন কীভাবে?
তবে অনেকেই টিকটকে হয়রানি, উপহাস ও সাইবার আক্রমণের শিকার হয়ে থাকেন। কারণ হলো, ১৬ বছরের বেশি বয়সীদের টিকটক ব্যবহারকারীদের প্রোফাইল সকলেই দেখতে পারেন।
যে কেও চাইলেই অন্যদের প্রোফাইলে ঢুঁ’ও মারতে পারেন। যে কারণে অনেকেই পাবলিক প্রোফাইলে বেনামে অনাকাঙ্ক্ষিত বার্তাও পাঠিয়ে থাকেন। তবে টিকটকে সর্বশেষ ৩০ দিনে কোন কোন ব্যক্তি আপনার প্রোফাইল দেখেছেন, সেটি জানা সম্ভব।
আপনাকে সেজন্য প্রথমেই টিকটক প্রোফাইলে গিয়ে ডান দিকের ওপরে থাকা ৩টি ড্যাশ মেনুতে ট্যাপ করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি হতে প্রাইভেসি অপশনে যেতে হবে। তারপর প্রোফাইল ভিউজ নির্বাচন করে প্রোফাইল ভিউ হিস্ট্রি টগল চালু করলে সর্বশেষ ৩০ দিনে কোন কোন ব্যক্তি আপনার প্রোফাইল দেখেছেন, সেটি খুব সহজেই জানা যাবে।
সাধারণত টিকটকে গোপনীয়তা বজায় রাখার সবচেয়ে সহজ উপায়ই হলো অ্যাকাউন্টকে প্রাইভেট কিংবা ব্যক্তিগত করা। যে কারণে সবাই আপনার প্রোফাইল ও ভিডিও’ও দেখতে পারবেন না। অ্যাকাউন্ট প্রাইভেট করতে পেজের নিচে নেভি বার হতে প্রোফাইলে যেতে হবে। তারপর আপনাকে ওপরের ডান দিকে থাকা ৩টি ড্যাশ মেনুতে ট্যাপ করতে হবে। তারপর সেটিংস ও প্রাইভেসি নির্বাচন করে প্রাইভেসি অপশন হতে প্রাইভেট অ্যাকাউন্ট টগলটি চালু করলে অ্যাকাউন্ট তখন প্রাইভেট হয়ে যাবে। তথ্যসূত্র: আর টিভি অনলাইন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।