দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবার বড় পর্দার দিকে ঝুঁকছেন। সাম্প্রতিক সময় তার কিছু কার্যকলাপ সেই ইঙ্গিতই দিচ্ছে।
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল দেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠান। এইদিন এই আসরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কারপ্রাপ্তরা স্বভাবতই প্রশংসায় ভাসছেন। সেটি দেখে হিংসা হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিনের! সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে এমন কথা জানিয়েছেন তিনি।
ফারিয়া জানিয়েছেন যে, প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেওয়া দেখে খুব হিংসা লাগলো আমার। প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য হলেও অন্তত একটা সিনেমা আমি করতে চাই।
‘অন্তরা’ খ্যাত এই অভিনেত্রী নেটমাধ্যমে আরও লিখেন যে, স্বপ্ন দেখতে তো টাকা লাগে না, একটু না হয় দেখিই। তবে যারা পুরস্কৃত হয়েছেন, মজা করলেও তাদেরকে অভিনন্দন জানাতে ভোলেননি এই জনপ্রিয় টিভি অভিনেত্রী ফারিয়া শাহরিন। তাদের সম্পর্কে তিনি লিখেছেন, যারা পুরস্কৃত হলেন, তারা কতো ভাগ্যবান ব্যক্তি। হিংসা লাগলেও যারা পেয়েছেন, তাদের জন্য শুভ কামনা রইলো। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় রানারআপ হন ফারিয়া শাহরিন।
সর্বশেষ কাজল আরেফিন পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হন এই টিভি অভিনেত্রী।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।