দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেনশনব্যবস্থার সংস্কারের দাবিতে শ্রমিক ধর্মঘটে প্যারিস পরিণত হয়েছে যেনো এক ময়লার ভাগাড়ড়ে। এই ধর্মঘটে যোগ দিয়েছে পরিচ্ছন্নকর্মীরা।
যে কারণে প্যারিস যেনো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রায় প্রতিটি রাস্তায় ময়লা রয়েছে। যে কারণে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এমনকি আইফেল টাওয়ারের চারপাশের রাস্তায় ময়লার স্তূপ জমে থাকায় বিপাকে পড়েছেন নগরবাসী এবং পর্যটকরা। স্থানীয় প্রশাসন দ্রুত ময়লা সরানোর প্রতিশ্রুতিও দিয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর পেনশন ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে ধর্মঘট শুরু হয়েছে। গত ৬ মার্চ থেকে প্যারিসের ময়লা সংগ্রাহকরাও ধর্মঘট পালন করে আসছে। প্রেসিডেন্ট ম্যাক্রঁ অবসরের বয়স ৬২ থেকে ৬৪ বছর করেছে। ইতিমধ্যেই সিনেটে এই সংক্রান্ত বিলটি পাশও করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় আসা বিভিন্ন ছবি এবং ভিডিওতে দেখা গেছে, প্যারিসের রাস্তায় ময়লার স্তূপ পড়ে রয়েছে। সোমবার পর্যন্ত ৫ হাজার ৬০০ টন ময়লা জমে গেছে বলে কর্তৃপক্ষ জানায়। ৩টি আবর্জনা প্রক্রিয়াকরণকেন্দ্র বন্ধ করে দিতে বাধ্য করা হয়। চতুর্থটিও আংশিক বন্ধ রয়েছে। ময়লার কারণে প্যারিসের বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তারা আশঙ্কা করছেন, ইঁদুর ও তেলাপোকার উৎপাত আরও বেড়ে যেতে পারে।
শুধু তাই নয়, বিশ্বখ্যাত আইফেল টাওয়ারের সামনের রাস্তাতেও ময়লার ব্যাগের বিশাল বিশাল স্তূপ। এমন দৃশ্য এর আগে কখনই দেখেননি ফ্রান্সের রাজধানী প্যারিসে আসা পর্যটক এমনকি শহরের বাসিন্দারাও। প্যারিস ছাড়াও নান্তেন, রেঁনস এবং লে হাবরেও এই ধর্মঘটের প্রভাব পড়ছে। রাস্তায় ময়লার স্তূপ জমে যাওয়ায় আইফেল টাওয়ার এবং এর আশপাশের এলাকায় কমে গেছে পর্যটকদের আনাগোনা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।