দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ খৃস্টাব্দ, ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ১ রমজান ১৪৪৪ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি সিরিয়ার ঐতিহাসিক খালিদ বিন ওয়ালিদ মসজিদ। এই মসজিদটি দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে আবার খুলে দেওয়া হয়।
এটি সিরিয়ার হোমস শহরের একটি ঐতিহাসিক মসজিদ। সিরিয়ার হোমসের ঐতিহাসিক মসজিদ পুনরায় উদ্বোধন অনুষ্ঠানে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের মুফতি সালাহ মাঝিউফ বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বলে জানা যায়।
এই মসজিদটি ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি (বুধবার) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পুনরায় উদ্বোধন করা হয়।
উল্লেখ্য যে, হোমস শহরের ঐতিহাসিক এই খালিদ বিন ওয়ালিদ মসজিদটি ২০১৩ সালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে চেচেন প্রজাতন্ত্রের বিনিয়োগের রমজান কাদিরভ, চেচনিয়ার প্রেসিডেন্ট রমজান ক্বাদিরোফের আর্থিক সহায়তায় এটি সংস্কার করা হয়। তথ্যসূত্র: https://www.ourislam24.com
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।