দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কথিত প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সাড়ে ১১ টার দিকে শাকিব ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) এ আরফাতুল রাকিবের আদালতে এই মামলাটি করেন।
মামলায় শাকিব খান উল্লেখ করেছেন যে, তার কাছে একলাখ ডলার চাঁদাবাজি এবং হত্যার হুমকি দেওয়া হয়। ৩৮৫ ও ৫০৬ ধারায় এই মামলা করা হয়েছে। শাকিবের পক্ষের আইনজীবী হলেন খায়রুল হাসান।
মামলার পর আদালত থেকে বের হয়ে শাকিব খান জানিয়েছেন যে, আদালত তার করা মামলাটি আমলেও নিয়েছেন।
শাকিব আরও বলেন, থানা থেকে যে পরামর্শ দেওয়া হয়েছিলো, আমি অলরেডি চাঁদাবাজির অভিযোগেই মামলা দায়ের করেছি। দুয়েকদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবো।
শাকিব খান আশা প্রকাশ করে বলেছেন, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আশা করছি ন্যায়বিচার পাবো।
২০১৬ সালে অস্ট্রেলিয়াতে শুটিংকালে শাকিব খানের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলে লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ নামে কথিত জনৈক প্রযোজক। পরে যেখনাকার পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ গেলে তখন সেটির নিষ্পত্তি করা হয়।
অস্ট্রেলিয়ান পুলিশের তরফ হতে বলা হয়, শাকিব খান শতভাগ ক্লিন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। সেই সময়কার অস্ট্রেলিয়ান পুলিশের ক্লিয়ারেন্স হাজির করে এমনটি জানিয়েছেন শাকিবের অস্ট্রেলিয়ান আইনজীবী উপল আমিন।
গতকাল (বুধবার) সন্ধ্যায় শাকিব খানের আইনজীবী উপল আমিন সেই কনফার্মেশন লেটার হাজির করে বলেছেন, অস্ট্রেলিয়ায় সেন্ট জর্জ ডিটেকটিভ অফিসে হেড অব ডিপার্টমেন্টের ও ডিটেকটিভ সার্জেন্ট মাইকেল বাগের সঙ্গে কথা বলেছি ও তিনি আমাকে কয়েকটা বিষয়ে নিশ্চিতও করেছেন।
একটি ইমেলে নিশ্চিত করেছেন যে, শ্লীলতাহানির যে অভিযোগ দেওয়া হয়েছিল সেটির তদন্ত সম্পূর্ণভাবে শেষ। অভিযোগের প্রেক্ষিতে কাওকে গ্রেফতার করা হয়নি ও কারও নামে ক্রিমিনাল মামলাও দেওয়া হয়নি। সেইসঙ্গে ভবিষ্যতে কারও নামে গ্রেফতারী পরোয়ারা দেওয়া হবে না।
উপল আমিন আরও বলেন, শাকিব খানের বিষয়ে যে তদন্ত চলছিল তা সম্পন্ন হয়েছে, শাকিব খান হান্ড্রেড পারসেন্ট ক্লিন। এইসব বিষয় নিয়ে রহমত উল্লাহ যা বলেছেন, সেগুলো মিথ্যে ও তার অভিযোগ ভিত্তিহীন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।