দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের কোম্পানি আলিবাবা এবার পৃথক হচ্ছে। ২২ বিলিয়নের সাম্রাজ্যকে ৬টি প্রধান ইউনিটে বিভক্ত করা হচ্ছে, যা পৃথকভাবে তহবিল সংগ্রহ করবে এবং পৃথকভাবে মার্কেট শেয়ার ইস্যু করবে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, দুই দশকেরও বেশি সময় পূর্বে প্রতিষ্ঠিত ই-কমার্স জায়ান্টের জন্য এটি এই পর্যন্ত সবচেয়ে বড় পরিবর্তন। এই পদক্ষেপটি আলিবাবার প্রধান বিভাগগুলোকে ই-কমার্স এবং মিডিয়া থেকে বৃহত্তর স্বায়ত্তশাসনের সঙ্গে কাজ করার জন্যই মুক্ত করবে।
যে কারণে ভবিষ্যতে নতুন শাখা এবং বাজার সৃষ্টির ভিত্তি স্থাপিত হবে বলেও আশা করা হচ্ছে। হোল্ডিং কোম্পানির কাঠামোতে রূপান্তর চীনের বড় প্রযুক্তি সংস্থাগুলোর জন্য সত্যিই বিরল।
সুপারমার্কেট হতে শুরু করে ডাটাসেন্টার পর্যন্ত সব ব্যবসায়িক কার্যক্রম একই ছাতার নিচে পরিচালনার অভ্যাস থেকে আলিবাবার সরে যাওয়ার সিদ্ধান্তকে প্রতিফলিত করে বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি মূলত একটি শক্তিশালী ইঙ্গিত বহন করে যে, সংস্থাটি নতুন বিনিয়োগকারী ও পাবলিক মার্কেটকে আকৃষ্ট করতে প্রস্তুত।
ইউওবি কে হিয়ানের নির্বাহী পরিচালক স্টিভেন লিউং জানিয়েছেন, বেইজিংয়ের বেসরকারী খাতকে সমর্থন করার অঙ্গীকারের পর এই খবর এলো। চীন যদি তার ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য মাত্রা অর্জন করতে চায় তাহলে আলিবাবার মতো সংস্থাগুলোকে সমর্থন করা প্রয়োজন।
আলিবাবার অন্যতম সহ-প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার জ্যাক মা ২৮ মার্চ এক বছরেরও বেশি সময় পর চীনে ফিরে আসার পরপরই এই বিচ্ছেদের ঘোষণা এলো। জানা যায়, আলিবাবার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানিয়েল ঝাং ক্লাউড ইন্টেলিজেন্স ডিভিশনেরও প্রধান হবেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।