দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাড়ি চালকদের জন্য এমন একটি স্মার্টওয়াচ আনা হলো যা চালকদের বিশেষ উপকারে আসবে। বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান এই স্মার্টওয়াচ এনেছে।
বলা হয়েছে, এই স্মার্টওয়াচ একই সঙ্গে গাড়ি ও এর চালকের হালহকিকত জানাবে। এটি হাতে পরলেই চালকরা গাড়ির গড় গতিবেগসহ জ্বালানি ব্যবহারের তথ্য জানতে পারবেন। গাড়ির অন বোর্ড কম্পিউটার থেকে তথ্য সংগ্রহ করে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের হালনাগাদ তথ্য চালককে পাঠাবে এই স্মার্টওয়াচটি। চালকের হৃৎস্পন্দন ও শরীরের তাপমাত্রার তথ্যও জানান দেবে এটি।
নিশান ইউরোপের বিপণন যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক গ্যারেথ ডানসমোর বলেন, ‘পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য ভবিষ্যতে বড় ভূমিকা রাখবে। আমরাও এর সুবিধা নিতে চাই।’ নিশানের নিসমো ল্যাবরেটরিতে তৈরি প্রথম গ্যাজেট এই ঘড়িটি। জার্মানির ফ্রাংকফুর্টের মোটর শোতে এটি প্রদর্শিত হচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার বার্লিনে ‘গ্যালাক্সি গিয়ার’ নামের স্মার্টওয়াচ প্রদর্শন করেছে স্যামসাং। এটি দিয়ে সময় দেখার পাশাপাশি মোবাইলে কথাও বলা যাবে। গত জুনে শীর্ষস্থানীয় আরেক প্রযুক্তি পণ্যনির্মাতা সনি প্রথম ‘স্মার্টওয়াচ’ বাজারে ছাড়ে। অ্যাপলও এ ধরনের ঘড়ি তৈরির ঘোষণা দিয়েছে বলে খবরে বলা হয়। সূত্র : বিবিসি