দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মস্তিষ্কের মধ্যে প্রকোষ্ঠগুলোতে কীভাবে ক্যান্সার কোষ ছড়িয়ে পড়ে, তা নিয়ে বিস্তারিত গবেষণা করে সম্প্রতি পাওয়া গেছে ক্যান্সার ছড়িয়ে পড়ার জন্য দায়ী ‘ডিডিকে-১’ নামক যৌগ।
মানবদেহের সব কার্যকারিতায় নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। তাই মস্তিষ্কের কিছু হলেই মোটামুটি শরীরের নিয়ন্ত্রণ ব্যবস্থা তখন ভেঙে পড়ার কথা। তার উপর যদি ক্যান্সারের মতো কোনও রোগের নাম মস্তিষ্কের সঙ্গে যুক্ত হয়ে যায়, চিকিৎসকদের জন্যও তা রীতিমতো চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়ায়। কারণ হলো, মস্তিষ্কের ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসার খুব একটা বিকল্প নেই। বেশির ভাগ ওষুধ ক্যান্সারের মেটাস্টেসিসের বিরুদ্ধে কাজ করার জন্যই তৈরি হয়। তবে মস্তিষ্কের রক্তে এই কোষ মিশে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারে না। মিশিগান বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার নিয়ে গবেষণারত সোফিয়া মেরাজভার বলেন, “মস্তিষ্কের মধ্যে বিভিন্ন প্রকোষ্ঠতে কীভাবে ক্যান্সার কোষ ছড়িয়ে পড়ে, তা নিয়ে বিস্তারিত গবেষণা করা আমাদের লক্ষ্য। যাতে মস্তিষ্কের ক্যান্সারের চিকিৎসায় এই গবেষণা সহায়তা করতে পারে।”
শুরুতেই সোফিয়া ও তার সহকর্মীরা ক্যান্সার আক্রান্ত রোগীর মস্তিষ্কে দু’টি মাইক্রোফ্লুইড চিপ প্রতিস্থাপন করেছিলেন। কীভাবে ক্যান্সার আক্রান্ত কোষ শরীরের এক জায়গা থেকে প্রবাহিত হয়ে মস্তিষ্কে প্রবেশ করে সেই বিষয়ে বিস্তারিত জানার জন্যই এই গবেষণা করা হয়েছে। ‘অ্যাডভান্সড ন্যানোবায়োম্ড রিসার্চ’ নামক পত্রিকায় প্রকাশিত হয় এই গবেষণাটি।
শরীরের অন্যস্থানে হওয়া ক্যান্সার কোষের মধ্যে ‘ডিডিকে-১’ নামক এক ধরনের ‘সাইটোকাইন’ রাসায়নিকের উপস্থিতি টের পান গবেষকরা। গবেষকদের মতে, এই রাসায়নিকটিই ক্যান্সার আক্রান্ত কোষগুলোকে শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে উদ্বুদ্ধ করে। ক্যান্সার ছড়িয়ে পড়ার জন্যও দায়ী এই ‘ডিডিকে-১’ নামক যৌগটি। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on এপ্রিল ৫, ২০২৩ 12:37 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…