দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের টিভি নাটকের জনপ্রিয় তারকা-জুটি নিলয়-হিমি এবার আসছেন ঈদের রোমান্টিক নাটক ‘পরান পাখি’ তে।
ইতিমধ্যেই জুটি বেঁধে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন এই জুটি। আসছে ঈদুল ফিতরে ‘পরান পাখি’ নাটকের মাধ্যমে আবারও পর্দায় হাজির হচ্ছেন এই জুটি।
এই নাটকটির গল্প লিখেছেন এবং নির্মাণ করেছেন নির্মাতা মাহিন আওলাদ। নাটকটির চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ ও নাটকটি প্রযোজনা করেছে ধ্রুব এন্টারটেইনমেন্ট।
এবারই প্রথম নাটক নির্মাণ করেন মাহিন। তবে ইতিপূর্বে, একাধিক মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন নির্মাণ করে ব্যাপক প্রশংসিত হন তিনি।
এই বিষয়ে মাহিন আওলাদ বলেছেন, এবার প্রথম নাটক নির্মাণ করলেও দীর্ঘদিন ধরেই নাটক নিয়ে গবেষণা করেছি আমি। দর্শকদের চাহিদার কথা চিন্তা করে অভিনেতা-অভিনেত্রীসহ সবকিছু নির্বাচনও করেছি।
তিনি আরও বলেন, হাসি-কান্না, প্রেম-বিরহের মিশেলে নির্মাণ করেছি ‘পরান পাখি’। এই নাটকে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি নিলয়-হিমিকে। আশা করছি যে, নাটকটি দর্শকদেরও ভালো লাগবে।
এই নাটক সম্পর্কে নিলয় বলেছেন, অনেক দিন পরই সিরিয়াস একটি গল্পে কাজ করলাম। নাটকে দর্শক আমাকে একেবারে ভিন্নভাবে দেখতে পাবে পর্দায়। আমার বিশ্বাস যে, এই নাটকটি দর্শকদের হৃদয় ছুয়ে যাবে।
‘পরান পাখি’ নাটকে আরও অভিনয় করেছেন রাসেল পারভেজ, মনিরা আক্তার মিঠু, মাসুম বাশার, আনোয়ার হোসেন, নূর এ কাঞ্চনসহ প্রমুখ অভিনয় শিল্পী। ঈদের আগের দিন মুক্তি পাবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে নাটক ‘পরান পাখি’।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।