দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাজ্য-ভিত্তিক নিজেদের মূল প্রতিষ্ঠান জেঅ্যান্ডএন ইনভেস্টমেন্টস (এশিয়া) লিমিটেড থেকে ৬০ মিলিয়ন মার্কিন ডলার ধার নিবে বলে জানিয়েছে শীর্ষস্থানীয় পেইন্ট সল্যুশন ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
কাঁচামাল আমদানিতে ঋণপত্র খোলার জন্য ব্যবসার প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে এই ঋণ নেওয়া হবে। বার্জারের পরিচালনা পর্ষদ ইতিমধ্যে পরিকল্পিত এই ঋণ চুক্তির নীতিমালা অনুমোদন দিয়েছে। বার্জার এখন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদনের জন্য আবেদন করেছে।
সুদের হার ও ঋণ পরিশোধের সময়কাল অনুমোদন প্রক্রিয়া চলাকালীন নিয়ন্ত্রক সংস্থা দ্বারা তা নির্ধারণ করা হবে। এই বিষয়ে বার্জারের প্রধান আর্থিক কর্মকর্তা সাজ্জাদ রহিম চৌধুরী বলেন, “বেশিরভাগ ব্যাংকেই এখন ডলারের ঘাটতি বিদ্যমান। সে কারণে, ঋণ গ্রহণের সিদ্ধান্ত অনুমিতই ছিলো।” তিনি আরও বলেন, “আমাদের মূল্যবান ক্রেতাদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানে আমাদের প্রয়োজনীয় কাঁচামাল ব্যবহারের সুযোগ থাকতে হবে। তাছাড়াও, এই পদক্ষেপ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রতি বার্জারের প্রতিশ্রুতির অংশ।”
উদ্ভাবন ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমের জন্য সুনাম রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের। প্রতিষ্ঠানটি ২০০৬ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় ও এর পরিশোধিত মূলধন ৪৬ কোটি টাকা। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।