দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি স্কুলবাসে বাড়ি ফিরছিল ৬৬ শিক্ষার্থীরা। পথে হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন চালক। এই সময় বাসটি রাস্তার বাইরে চলে যাচ্ছিল। সেই সময় বাসের স্টিয়ারিং ধরে বন্ধ করে দেয় সপ্তম শ্রেণির ছাত্র ডিলন রিভস। এতে করে প্রাণে রক্ষা পায় ৬৬ শিশু।
দ্য গার্ডিয়ানের এক খবরে বলা হয়, স্থানীয় পুলিশ কর্মকর্তা রবার্ট লিভারনয়েস বলেছেন, চলন্ত বাসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ওই গাড়ির চালক। তিনি ওই সময় বিষয়টি পরিবহণ সংস্থাকে জানান ও তারপরই জ্ঞান হারান। ওই সময় রিভস বাসটি না থামালে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতো।
সিবিএস নিউজের কাছে পাওয়া ভিডিওতে দেখা যায় যে, রিভস বাসের সামনে আসনে বসা ছিলেন। বাসটি যখন চলছিল সে দেখতে পান যে- চালক জ্ঞান হারিয়ে ফেলছেন। এই সময় রিভস স্টিয়ারিং ধরে ও ব্রেক করে বাসের ইঞ্জিন বন্ধ করে দেন। পরে রিভস জরুরি নম্বরে ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আরেকটি বাসে বাড়ি পৌঁছে দেয় এবং বাসচালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কী কারণে চালক জ্ঞান হারিয়েছিলেন তা অবশ্য জানা যায়নি।
স্থানীয় সিটি কাউন্সিলর জোনাথন ল্যাফার্টির এক ফেসবুক পোস্টে বলেছেন, রিভস বাসটিকে কমপক্ষে একটি গাড়ি এবং একটি বাড়িতে আঘাত থেকেও রক্ষা করেছে। রিভস আসলে আমাদের হিরো। আমরা তাকে নিয়ে সত্যিই গর্বিত।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।