দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তিন চোর, জুতা চুরি করতে একটি দোকানে ঢুকেছেন। চুরি করতেও সফল হলেন। অন্তত ২০০ জুতা চুরি করলেন। তবে চুরি করে আনার পর ভালোভাবে জুতাগুলো লক্ষ্য করার পরেই তাদের কপালে হাত!
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পেরুর হুয়ানকায়ো শহরের একটি জুতার দোকানে এই চুরির ঘটনাটি ঘটেছে। তবে চুরির পর চোর দেখতে পান যে জুতাগুলো শুধুমাত্র এক পায়ের অর্থাৎ ডান পায়ের জন্য।
১৩ হাজারের বেশি ডলার মূল্যের জুতাগুলো বিক্রি করতে চোরদের ঝামেলায় পড়তে হতে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। জুতাগুলো চুরির সময় তিন চোর তাড়াহুড়া করেছেন কি না তাও স্পষ্ট নয়।
চুরির ঘটনার দৃশ্য নিরাপত্তা ক্যামেরাতেও ধরা পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায় যে, তিন চোর দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করছেন। তারপর বিভিন্ন ব্র্যান্ডের জুতার বাক্সগুলো একটি ট্রাইসাইকেলে করে নিয়ে যাচ্ছেন।
সাধারণত জুতোর দোকানগুলোতে শো হিসেবে এক পায়ের জুতোই সাজানো থাকে। সম্ভবত চোররা সেইসব শো কেচের জুতোগুলোই না বুঝেই চুরি করেছে।
স্থানীয় পুলিশ প্রধান এদুয়ান দিয়াজ স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, আমরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছি। এই চুরির অস্বাভাবিক ঘটনায় হলো কেবল ডান পায়ের জুতাই চুরি হয়েছে। এদুয়ান দিয়াজ আরও বলেছেন, ফুটেজ এবং ফিংগারপ্রিন্ট ব্যবহার করে আমরা চোরদের ধরতে পারবো।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।