দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকায় ঘটেছে এমন আজব এক ঘটনা। এক নারী বিচ্ছেদের কারণ দেখিয়ে, বিয়ের সময়কার আলোকচিত্রীকে দেওয়া সেই অর্থ ফেরত চেয়েছেন!
প্রতীকি ছবি
জানা গেছে, ওই আলোকচিত্রীর নাম ল্যান্স রোমিও। ৪ বছর আগে বিয়ে হয়েছিল ওই নারীর। তবে সম্প্রতি বিচ্ছেদ হয়ে যাওয়া ওই নারীর সঙ্গে রোমিওর হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়ে। রোমিও নিজেই ওই ছবি প্রকাশ করেছেন।
রোমিও বলেছেন, ৪ বছর আগে ওই নারীর বিয়ের ছবি তোলেন তিনি। যার বিনিময়ে তিনি অর্থ নেন। এতোদিন পর ওই নারী নিজে থেকেই তাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানিয়েছেন যে, তার বিবাহ বিচ্ছেদ ঘটেছে। তাই বিয়ের সময় তোলা ছবিগুলোর কোনো প্রয়োজন নেই। সে কারণে ওই সময় রোমিওকে দেওয়া টাকা ফেরতও চান তিনি।
রোমিও আরও বলেছেন, শুরুতেই তিনি ভেবেছিলেন ওই নারী তারসঙ্গে হয়তো মজা করছেন। তবে এরপর তিনি বুঝতে পারেন যে, এটা মোটেও মজা নয়। আসলেই ওই নারী তার কাছে সত্যি সত্যিই টাকা ফেরত চাইছেন।
তবে রোমিও ওই টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। পুরো কথোপকথনের স্ক্রিনশট তিনি টুইটারে পোস্টও করেন। ক্যাপশনে লেখেন যে, ‘আমার জীবনটা যেনো একটা চলচ্চিত্রে পরিণত হয়েছে। এমন ঘটনা আপনি আর কোথাও কখনও দেখতে পাবেন না।’
তবে রোমিও যখন টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছেন, তখন ওই নারী আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। রোমিওকে দেওয়া টাকার অন্তত ৭০ শতাংশ ফেরত পাওয়ার আশায় তিনি আইনজীবীর সঙ্গে কথাও বলবেন বলে জানিয়েছেন। এমনকি এই বিষয়ে কথা বলতে রোমিওর সঙ্গে দেখাও করতে চেয়েছেন তিনি।
এতোকিছুর পরও তিনি রোমিওর কাছ থেকে ইতিবাচক কোনো সাড়া পাননি। রোমিও ওই নারীর সঙ্গে দেখাও করেননি। আবার টাকাও ফেরত দেননি।
এই ঘটনায় রোমিওর করা ওই টুইটটি দ্রুত ভাইরাল হয়। পরে ওই নারীর সাবেক স্বামী রোমিওর সঙ্গে যোগাযোগ করেন তিনি। সাবেক স্ত্রীর এমন আচরণের জন্য রোমিওর কাছে ক্ষমাও চান।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।