দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৯ মে ২০২৩ খৃস্টাব্দ, ৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৪ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি বিশ্বের সবচেয়ে বড় মাটির মসজিদ। আফ্রিকার দেশ মালির ডিজেনি শহরে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদের নাম ‘দ্য গ্রেট মস্ক অব ডিজেনি’।
মুসলিম সভ্যতার অন্যতম প্রধান নিদর্শনই হলো- এই মসজিদ। যুগে যুগে যে সব স্থানে মুসলমানরা বসতি গড়ে তুলেছেন, সেখানেই তারা মসজিদ নির্মাণ করেন। ইসলামের প্রাথমিক যুগে মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি নানা সামাজিক কার্যক্রমও সম্পন্ন হতো। অর্থাৎ মসজিদ ছিলো মূলত তাদের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু।
প্রাচীন সভ্যতার দেশ মালির ডিজেনি মসজিদের নির্মাণপদ্ধতি এ পর্যন্ত আধুনিক প্রযুক্তিমুক্ত! তাইতো এটি পৃথিবীর সবচেয়ে বড় মাটির মসজিদ। অনিন্দ্যসুন্দর এই স্থাপনাটি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবেই বিবেচিত।
মাটি, বালু ও পানির সাহায্যে নির্মাণ করা হয়েছে এই মসজিদটি। অবশ্য দেওয়ালের গাঁথুনি শক্ত করতে নির্দিষ্ট দূরত্ব পরপর তাল গাছের কাঠ ব্যবহার করা হয়েছে। স্থানীয় ভাষায় যাকে বলা হয়- ‘টোরন।’
১২০০ থেকে ১৩০০ শতাব্দীর মধ্যবর্তী সময় নির্মিত হয় এই মসজিদটি। মালির সুলতান কনবরু ইসলাম গ্রহণের পর তার রাজপ্রাসাদ ভেঙে ফেলে সেখানে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের পূব দিকে নিজের বসবাসের জন্য অন্য একটি প্রাসাদ তৈরি করান। এর পরবর্তী উত্তরাধিকারীরা এই মসজিদের দু’টি মিনার নির্মাণ করান ও পরবর্তীতে মসজিদটির চারপাশের দেওয়াল নির্মাণ করা হয়।
বানি নদীর তীরে অবস্থিত এই মসজিদটি ২৪৫-২৪৫ ফুট আয়তনবিশিষ্ট ৩ ফুট উঁচু প্লাটফরমের ওপর নির্মিত। বর্ষাকালে বানি নদীর প্লাবিত পানি থেকে মসজিদটিকে সুরক্ষা করে এই প্লাটফরমটি। তথ্যসূত্র: https://barta24.com
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।