দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোলকাতার নিমার্তা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। এটি আগামী ২ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে।
গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার ট্রেলার। ট্রেলারে নজর কাড়তে সমর্থ হয়েছেন জয়া আহসান। প্রাক্তন ও বর্তমান। এক পুরুষের জীবনের দুই নারীর হৃদয়ের যুদ্ধ নিয়ে এগিয়ে গেছে ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার গল্প। জয়া ছাড়াও ট্রেলারে নজর কেড়েছেন অভিনেত্রী চুর্ণী গাঙ্গুলী এবং অভিনেতা কৌশিক সেন।
অর্ধাঙ্গিনী’ চলচ্চিত্রটিতে জয়াকে দেখা যাবে কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে, অপরদিকে চুর্ণী থাকবেন কৌশিক সেনের সাবেক স্ত্রীর ভূমিকায়। ঘটনাক্রমে এক সমান্তরাল পথেই হাঁটা শুরু হবে এই তিনজনের জীবন। কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন যে, দুই নারীর এক অদ্ভুত সম্পর্কের গল্পে নির্মাণ করা হয়েছে এই ‘অর্ধাঙ্গিনী’। কিন্তু এটি ত্রিভুজ প্রেমের গল্প নয়।
তিন বছর পূর্বে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং শুরু করেন জয়া আহসান। তবে করোনার কারণে একটানা কাজ শেষ করা যায়নি। করোনার পর সম্পূর্ণ কাজ শেষ করে সিনেমাটি মুক্তির অপেক্ষা করছিলেন জয়া আহসান। অবশেষে তিন বছর পর আলোর মুখ দেখতে চলেছে সিনেমাটি। বিষয়টি কদিন আগেই নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস।
জানা গেছে, ‘অর্ধাঙ্গিনী’ কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় জয়া আহসানের তৃতীয় সিনেমা। ইতিপূর্বে ‘বিসর্জন’ এবং ‘বিজয়া’ সিনেমায় কৌশিকের নির্দেশনায় কাজ করেন তিনি।
উল্লেখ্য, ‘অর্ধাঙ্গিনী’ ছাড়াও কোলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া আহসান অভিনীত ‘ওসিডি’, ‘ভূতপরী’, ‘কালান্তর’ এবং ‘পুতুল নাচের ইতিকথা’। অনিরুদ্ধ রায় চৌধুরীর একটি হিন্দি সিনেমার শুটিং শেষ করেছেন জয়া। এই সিনেমায় তার সহশিল্পী বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী, সানজানা সাঙ্ঘি এবং দক্ষিণ ভারতীয় অভিনেত্রী পার্বতী।
দেখুন ভিডিওটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।