দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি টিকটক ভিডিও প্রচারের পর চাকরি ছেড়ে দিলেন চীনের এক কিন্ডারগার্টেন শিক্ষক। কারণ ওই ভিডিও থেকে তার ১০ বছরের বেতনের চেয়েও বেশি আয় হয়েছে!
দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হুবেই প্রদেশের ওই নারী শিক্ষক হুয়াংয়ের ছড়া শেখানোর একটি ভিডিও টিকটকে ভাইরাল হয়েছেন। শিক্ষার্থীদের শেখানো ওই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তিনি অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পান।
গত ৫ মে চীনা সংবাদমাধ্যম ওরিয়েন্টাল ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী সুর করে পড়া ছড়ার একটি ক্লিপ ১০ কোটিরও বেশি বার দেখা হয়েছে! তারপর টিকটকে তার ৪ দশমিক ৩ মিলিয়নেরও বেশি ফলোয়ার হয়েছে।
মে মাসের শুরুতেই হুয়াং ফলোয়ারদের অনুরোধে প্রথম নার্সারি ছড়া লাইভস্ট্রিম করতে রাজি হয়েছিলেন। ওই সেশনে তিনি ৪ লাখ থেকে ৫ লাখ ইউয়ান আয় করেন বলে জানা যায়।
তিনি আরও বলেন, `আমি খুবই খুশি। আমি একদিন লাইভ-স্ট্রিম করেছি ও আমার ১০ বছরের বেতনের চেয়েও বেশি আয় করেছি। সেজন্য ফলোয়ারদের ধন্যবাদ জানাচ্ছি।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।