দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইউক্রেনে চলা যুদ্ধ বন্ধে বেইজিংয়ের কৌশলগত মিত্র মস্কোর ওপর চাপ দেওয়ার জন্য চীনকে আহ্বান জানিয়েছে জি-৭ জোট। গতকাল (শনিবার) এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে।
যৌথ বিবৃতিতে ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার পদক্ষেপ হিসেবে জেলেনস্কির সঙ্গে চীনের আলোচনার প্রশংসা করে জি-৭ সদস্যরা বলেছেন, ইউক্রেনে আগ্রাসন বন্ধ করে তাৎক্ষণিক এবং শর্তহীনভাবে সব সেনা প্রত্যাহারে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে চীনকে আমরা আহ্বান জানাচ্ছি। আঞ্চলিক অখণ্ডতা এবং জাতিসংঘের নীতি সমর্থনেও চীনকে উৎসাহিত করছি। তবে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান ইস্যুতে যে উত্তেজনা তৈরি হয়েছে তা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন জি-৭ নেতারা। তাইওয়ান সম্পর্কে ‘শান্তিপূর্ণ সমাধানের’ আহ্বান জানিয়েছেন তারা। -খবর আল জাজিরার।
মূলত জি-৭ হলো বিশ্বের অর্থনীতিতে শীর্ষ শক্তিধর ৭ দেশের একটি জোট। জোটটির সদস্য রাষ্ট্রগুলো হলো- যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, কানাডা এবং ইতালি। তবে সদস্য না হলেও সম্মেলনে প্রতিনিধি পাঠায় ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু সম্প্রতি বিভিন্ন দেশকে অংশগ্রহণে আমন্ত্রণ করেছে জোটটি। এবারের সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন ইউক্রেনসহ অতিরিক্ত ৮টি দেশের নেতারা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।