দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি ভোট কতোটা মূল্যবান তার প্রমাণ দিলেন এক ভোটার। অসুস্থ অবস্থাতেও অক্সিজেন সিলিন্ডার নিয়েই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিলেন এক ভোটার!
৭২ বছর বয়সী বৃদ্ধ কিত্তি কোচানান নামে এক ভোটার ব্যাংককের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।
থাইল্যান্ডের ভোটকেন্দ্রে হুইলচেয়ারে করেই অক্সিজেন সিলিন্ডারসহ উপস্থিত হন তিনি। আইসিইউর রোগী হয়েও সম্প্রতি হুইলচেয়ারে করে একটি কেন্দ্রে সাধারণ নির্বাচনের ভোট দেন তিনি। এই খবর দিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ৭২ বছর বয়সী বৃদ্ধ কিত্তি কোচানান নামে ওই ব্যক্তি ব্যাংককের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি অবস্থায় ছিলেন। তবে শারীরিক অসুস্থতাও তাকে দেশের গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দেওয়া থেকে থামিয়ে রাখতে পারেনি- সেই প্রমাণ তিনি করেছেন। অক্সিজেন সিলিন্ডার নিয়েই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটা দিয়েছেন তিনি!
অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন তিনি। তাতে দেখা যায়, হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে আসা ওই বৃদ্ধ ভোট দেওয়ার পরই ব্যালট বাক্সে ব্যালট পেপার ঢোকাচ্ছেন। হুইলচেয়ারের সঙ্গে একটি অক্সিজেন সিলিন্ডারও যুক্ত করা রয়েছে।
ভোট দেওয়ার পর কিত্তি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ এটি ঠিক, তবে তারপরও আমার ভোটাধিকার হারাতে চাই না। সব থাই নাগরিককেই আমি ভোটদানে উদ্বুদ্ধ করতে চাই।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।