দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের স্থানীয় নির্বাচনে জনৈকা নারী মৃত্যুর অন্তত দুই সপ্তাহ পর জয়লাভ করেছেন! সমর্থকরা তাকে সম্মান দেওয়ার অংশ হিসেবে প্রতিশ্রুতি রক্ষা করেন বলেও জানায় কর্মকর্তারা। -খবর আল-জাজিরার।
মঙ্গলবার এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ওই নারীর নাম আশিয়া বাই। এই মাসে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের বিজনোর জেলার একটি পৌরসভার নির্বাচনে তিনি প্রায় ৪৪% ভোট পান।
কর্মকর্তারা জানিয়েছেন যে, একজন নারী তার মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পরেও ভারতে স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছেন। কারণ হলো সমর্থকরা সম্মানের চিহ্নে তাকে সমর্থন করার প্রতিশ্রুতিই রেখেছেন।
জানা গেছে, ফুসফুস এবং পেটে সংক্রমণের কারণে আশিয়া অসুস্থ হয়ে পড়েন ও ভোটের মাত্র ১২ দিন আগে মারা যান তিনি। দেশটিতে এই প্রথম কোনো নারীকে প্রথমবারের মতো মরণোত্তর বিজয়ী ঘোষণা করা হয়।
তার স্বামী নির্বাচনী কর্মকর্তাদের মৃত্যুর কথা জানান, তবে জেলা কর্মকর্তা ভগবান শরণ সংবাদ মাধ্যমকে জানান, ব্যালট থেকে তার নাম মুছে ফেলার কোনো পদ্ধতিই নেই।
মোহাম্মদ জাকির নামে স্থানীয় এক বাসিন্দা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, আশিয়া খুব সহজেই মানুষের বন্ধু হয়ে যেতেন। তাইতো লোকেরা তাকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙতে চাননি।
আশিয়া বাইয়ের স্বামী মুন্তাজিম কুরেশি বলেছেন, শান্ত আচরণ দিয়ে সে ব্যক্তি হৃদয় জিতে নিয়েছে। আরিফ নামে অপর এক ভোটার বলেছেন, আমাদের ভোট তার প্রতি শ্রদ্ধা নিবেদন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।