দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘরের আসবাবপত্র ঝকঝকে না থাকলে ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ঘরের পুরনো আসবাবকে নতুনের মতো রাখতে পালিশ ছাড়া আর কীই বা করা যেতে পারে? আজ জেনে নিন সেই বিষয়টি।
কাঠের আসবাব ভালো লাগে বলে শখ করে সেগুন কাঠের খাট, টেবিল-চেয়ার বানিয়ে নিয়েছেন। প্রত্যেক দিন ব্যবহার করতে গেলে অসাবধানে কাঠের টেবিলের উপর দাগ লেগে যেতে পারে- সেটিই স্বাভাবিক। খাবারের এই দাগ শুধু মোছামুছি করলে কিন্তু যাবে না। এটি তুলতে গেলে দক্ষ কর্মী ডেকে পালিশ করাতে হবে। আর সেটি বেশ খরচ ও সময়সাপেক্ষ। চাইলেই বারে বারে পালিশ করানো সম্ভব হয় না। অন্দরসজ্জা বিশেষজ্ঞরা এই সমস্যা থেকে মুক্তির উপায়ও বাতলে দিয়েছেন। তারা বলেছেন, ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করে পুরনো কাঠের আসবাবে নতুনের জেল্লা ফিরিয়ে আনতে পারেন অনায়াসে।
মাজন
আপনার ঘরের পুরনো কাঠের টেবিল নতুনের মতো করতে ব্যবহার করতে পারেন দাঁত মাজার মাজন! সুতির শুকনো কাপড়ে বেশ কয়েকটি মাজন নিয়ে টেবিলের উপর ঘষে নিন। যতোক্ষণ না দাগ উঠে যায়, ততোক্ষণ ঘষতে থাকুন। বর্ষাকালে কাঠের আসবাবের উপর ধুলো পড়লে মাজনের সঙ্গে বেকিং সোডাও মিশিয়ে ব্যবহার করতে পারেন।
পেট্রোলিয়াম জেলি
পুরনো কাঠের আসবাবপত্র নতুনের মতো জেল্লা দিতে পারে এই পেট্রোলিয়াম জেলি। কাঠের গায়ে কোনও দাগ থাকলে তা সহজেই উঠে যাবে। আবার পালিশের বদলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে তাও হয়ে উঠবে নতুনের মতোই।
মেয়োনিজ়
বাড়িতে থাকা মেয়োনিজ়, অনেক পুরনো হয়ে গিয়েছে? ফেলে না দিয়ে এগুলো দিয়েই কাঠের আসবাব চকচকে করে ফেলতে পারেন অনায়াসে। কাঠের আসবাবের গায়ে কিছুক্ষণ মেয়োনিজ় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে তারপর সেটি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখবেন আপনার পুরোনো ফার্নিচার ঝকঝক করছে। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।