দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক সময় দেখা যায় ধুয়ে রাখা পানির বোতলের মুখ ও টিফিন বক্স থেকে বিদঘুটে গন্ধ বের হচ্ছে। স্বাস্থ্য উপযোগী, মাইক্রোওয়েভ সেফ দামি টিফিন বাক্স থেকে গন্ধ যাচ্ছে না বলে দু’দিন অন্তর সেটি ফেলেও দিতে পারছেন না। তাহলে কী করবেন?
আপনি সপ্তাহে ৫ দিন সন্তানকে ৫ রকম টিফিন দিয়ে স্কুলে পাঠান। চেষ্টা করেন জিভের পাশাপাশি, সেটি যেনো স্বাস্থ্যেরও খেয়াল রাখে। সঙ্গে পানির বোতলটি দিতেও ভোলেন না। তবে একটি সমস্যা হলো, ব্যবহার করা সেই টিফিন বক্স ও ঠোঁট ছুঁইয়ে খাওয়া পানির বোতল সাবান দিয়ে ধোয়ার পরও কেমন যেনো একটা গন্ধ থেকে যায়। একের পর এক সাবান, সোডা সবই ব্যবহার করে দেখছেন কিন্তু আশানুরূপ কোনো ফল পাচ্ছেন না। তাহলে এই সমস্যা থেকে মুক্তির উপায় আসলে কী?
ধোয়ার পর মুখ বন্ধ করে রাখবেন না
টিফিন বক্স কিংবা পানির বোতল ধোয়ার পর সেগুলো মুখবন্ধ অবস্থায় কখনও রাখবেন না। তাৎক্ষণাত হয়তো এর গন্ধ যাবে না। তবে ৫-৬ ঘণ্টা ওই অবস্থায় রেখে দিলে ধীরে ধীরে গন্ধ দূর হয়ে যাবে।
কাঁচা আলু
টিফিন বক্স ভালো করে ধোয়ার পর আলু কেটে তারমধ্যে এক চিমটে লবণ দিয়ে ঘষে রেখে দিন অন্তত পক্ষে ১৫ হতে ২০ মিনিট। এরপর শুধু পানি দিয়ে ধুয়ে ফেলুন। খারাপ গন্ধ দূর হবে খুব নিমেষেই।
দারচিনি
একটি পাত্রের মধ্যে পানি ফুটতে দিন। এরমধ্যে দিয়ে দিন দারচিনি। ভালো করে ফুটিয়ে নিয়ে ঠাণ্ডা করুন। সেই পানি দিয়ে টিফিন বক্স এবং বোতল পরিষ্কার করে নিন। এতে করে বিদঘুটে গন্ধ দূর হবে।
লেবুর খোসা
দেখা যায় অনেক সময় আমরা লেবুর রস ব্যবহার করার পর খোসাটি ফেলে দিই। লেবুর খোসা ফেলে না দিয়ে পানির বোতল কিংবা টিফিন বক্স পরিষ্কার ফেলা যায় খুব সহজেই। এরজন্য কী করতে হবে? একটি পাত্রে পানি ফুটিয়ে তারমধ্যে লেবুর খোসা দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। সেই মিশ্রণ দিয়েই ধুয়ে ফেলুন বোতল ও টিফিন বক্স।
ভিনেগার
সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে নিন। সেই পানি টিফিন বক্স ও বোতলে ভরে রেখে দিন সারারাত। পরের দিন সকালে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলেই গন্ধ দূর হয়ে যাবে। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।