দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ মানেই টিভি চ্যানেলগুলোতে নাটক, সিনেমা, টেলিফিল্ম। টিভি দর্শকরা মুখিয়ে থাকেন এইসব অনুষ্ঠানগুলো দেখার জন্য। চ্যানেল আইয়ের এবারের ঈদ আয়োজনে থাকছে ঈদে সাবিলা নূরের টেলিফিল্ম ‘আপোষহীনা’।
‘আপোষহীনা’র কাহিনী এমন: স্থানীয় এক ঠিকাদার স্কুল নির্মাণ করতে গিয়ে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ব্যবহার না করে রডের পরিবর্তে বাঁশ দেন! ইউএনও জানতে পেরে তখন কাজ বন্ধ করেন। এতে করে ওই প্রভাবশালী ঠিকাদারের সঙ্গে তুমুলভাবে দ্বন্দ্বে জড়িয়ে যান, ইউএনও-কে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন ওই ঠিকাদার।
এরই মধ্যে ঘটে আরও বিভিন্ন ধরনের ঘটনা, গল্পের শেষটা একেবারেই অন্যরকম। তার কী হয় শেষ পর্যন্ত? জানতে হলে দেখতে হবে সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এই টেলিফিল্ম ‘আপোষহীনা’। এই টেলিফিল্মটি নির্মাণ করেছেন অনন্য ইমন। টেলিফিল্মের গল্প এবং চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন। এই টেলিফিল্মে ইউএনও’র চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাবিলা নূর।
১৯৫২ এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে নির্মিত টেলিফিল্ম ‘আপোষহীনা’ ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আই-এর পর্দায় দেখা যাবে। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে এমনটিই জানানো হয়েছে সংবাদ মাধ্যমকে।
টেলিফিল্ম ‘আপোষহীনা’য় অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, মাসুম বাশার, চাষী আলম, জিয়াউল হাসান কিসলু, আনোয়ারসহ প্রমুখ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।