দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগেই বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে। সে ধারাবাহিকতায় ‘পাঠান’ সিনেমার পর এবার বাংলাদেশে আসছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি। এর র বিনিময়ে ভারতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘কসাই’।
সংবাদমাধ্যমের তথ্য অনুসারে জানা যায়, ইতিমধ্যেই সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স। ৩১ মে সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতিও দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
আমদানিকারক প্রতিষ্ঠান বিষয়টি সম্পর্কে জানান, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা আমদানির পরিবর্তে বাংলাদেশ থেকে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ সিনেমাটি যাচ্ছে ভারতে।
ফরহাদ সামজির পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সালমান খান ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, সিদ্ধার্থ নিগম, রাঘব জুয়াল, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং প্রমুখ। এছাড়াও সিনেমাটিতে আরআরআর তারকা রামচরণ একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।