ঢাকা টাইমস্ রিপোর্ট ॥ শিক্ষাকে সরকার সব সময়ই অগ্রাধিকার দিয়ে থাকে। বাজেটে শিক্ষা খাতে বিশেষ বরাদ্দও রাখা হয়। কিন্তু এমপিওভুক্ত হওয়ার যোগ্যতা রয়েছে অথচ শুধুমাত্র আর্থিক সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা যাচ্ছে না এমন খবরও আমাদের পড়তে হয়!
মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, চলতি অর্থবছরে নতুন করে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত হওয়ার সম্ভাবনা নেই। সংশ্লিষ্ট খাতে কম বরাদ্দ এবং নতুন এমপিওভুক্তির জন্য অর্থের সংস্থান না হওয়ায় এ আশংকা তৈরি হয়েছে। নতুন এমপিও খাতে বর্তমান অর্থবছরে এখন পর্যন্ত ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গত বছরের বাজেটে এ খাতে ছিল ৩০৬ কোটি টাকা। কিন্তু টাকা খরচ না করায় নতুন বাজেটে এবার প্রথমে ১শ’ কোটি বরাদ্দের প্রস্তাব করেও চূড়ান্ত প্রস্তাবে ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। জানা গেছে, জুলাই মাসে এই অর্থেই এমপিও প্রদানের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু মাত্রাতিরিক্ত চাহিদার কারণে পরে মন্ত্রণালয় ধীরে চলো নীতি গ্রহণ করে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সম্প্রতি জানান, ব্যক্তিগতভাবে তিনি শিক্ষকদের আর্থিক সুবিধা এমপিও দিতে আগ্রহী। যে কারণে সংসদে এমপিদের কাছে তালিকা চাওয়া ছাড়াও প্রাপ্ত আবেদন নিয়ে মন্ত্রণালয়ে কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেয়া হয়। কিন্তু আর্থিক সমস্যার কারণে বেশিদূর আগানো যায়নি। শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, নতুন এমপিও খাতে ১৫ কোটি টাকা রয়েছে। এ অর্থে হয়তো দু’তিন মাসের জন্য এমপিও প্রদান করা যাবে। কিন্তু একবার কাউকে এমপিও দিলে তা আজীবন বহন করতে হয়। সে জন্য আগামী অর্থবছরের বাজেটে এই খাতে অর্থ চাওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন জবাব পাওয়া যায়নি। অর্থের সংস্থান হলে এমপিও প্রদান করা হবে।
এমপিওহীন প্রতিষ্ঠান কত?
সর্বশেষ এমপিও প্রদান উপলক্ষে সারাদেশ থেকে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন চাওয়া হয়েছিল। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জমা পড়ে ৭ হাজার ৫৩৩টি। ওইসব প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৪ হাজারকে বাছাই করা হয়েছিল। এর মধ্যে ১ হাজার ৬১২টি এমপিও পেয়েছে। আবার সারা দেশে এমপিওহীন প্রতিষ্ঠানের মধ্যে ৪ হাজার ৬৯৩টি রয়েছে কোন স্তরেই এমপিওভুক্ত নয়। সরকারি নীতিমালা অনুযায়ী, স্কুল ম্যাপিং, দূরত্ব কিংবা ছাত্র-শিক্ষক সংখ্যা ইত্যাদি বিচারে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হওয়ার কথা। উল্লিখিত প্রতিষ্ঠানের বেশির ভাগই সরকারি বিধিবিধান মেনে প্রতিষ্ঠিত নয়। এর বাইরে স্বীকৃতিপ্রাপ্ত কিন্তু নিম্নস্তরে এমপিওভুক্ত- এমন প্রতিষ্ঠান রয়েছে ৪ হাজার ৪৩৮টি। বর্তমানে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ২৭ হাজার ৩০৭টি।
শিক্ষা প্রতিষ্ঠানে নানা অব্যবস্থাপনা
এ ব্যাপারে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সঙ্গে আলাপ করলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের অনেক সমস্যা রয়েছে যেগুলো শিক্ষা মন্ত্রণালয়কে জানালেও কোন কাজ হয় না। যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত নয়, সেসব শিক্ষা প্রতিষ্ঠানকে অনেক ঝামেলা পোহাতে হয়। হাইস্কুল আছে যেগুলোর এমপিভুক্ত নয়, তাদের নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনে অনেক ঝামেলা করতে হয়। এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশনের নিয়ম রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে প্রতি ছাত্রের কাছ থেকে একশত টাকা নেওয়া যাবে। কিন্তু বাস্তবে রেজিস্ট্রেশন করতে গেলে ৫শ’ টাকা করে দাবি করা হয়। এর প্রতিবাদ করলে রেজিস্ট্রেশনে বেশ ঝামেলায় পড়তে হয়। ওই শিক্ষক আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ে আমরা এ বিষয়ে জানিয়েছি তারা কোন ব্যবস্থা নেননি। তাছাড়া আমরা লিখিত জানালে দেখা যাবে আমরা রেজিস্ট্রেশনই করতে পারছি না। তাই এমপিওভুক্ত করতে মন্ত্রণালয়কে আরও কঠোর হওয়া দরকার বলেও মন্তব্য করেন ওই শিক্ষক।
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টাকা নিয়ে ঝামেলা লাগার পর ভরা বাজারে দুই মহিলার চুলোচুলি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ৩০ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাওয়াদাওয়া, পর্যাপ্ত পরিমাণে পানি না-খাওয়া নিত্যদিনের এইসব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নানা নতুন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৩ মার্চ মুক্তি পেয়েছে চরকি অরিজিনাল সিনেমা ‘আমলনামা’র সঙ্গে কথিত…
View Comments
rOnVcF Awesome blog.Really looking forward to read more. Keep writing.
Fantastic put up, very informative. I'm wondering why the other experts of this sector don't understand this. You should proceed your writing. I'm confident, you've a great readers' base already!|What's Happening i am new to this, I stumbled upon this I've found It absolutely useful and it has aided me out loads. I am hoping to contribute & help different customers like its aided me. Good job.
Elizabeth Saxe-Coburg Gotha is a satanic peadofile Queen
nice site, so jealous right now
facebook font download url is not there. please enable it
Evening i just came across your website from Yahoo and have been browsing around some within your posts and just wondering why you chose a WordPress web page dont you find it problematic to do anything with? Also a security concern?
certainly like your website but you have to check the spelling on quite a few of your posts. Many of them are rife with spelling problems and I find it very troublesome to tell the truth nevertheless I’ll surely come back again.
You can awlyas tell an expert! Thanks for contributing.