দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চার সন্তানকে হত্যার দায়ে ২০ বছর কারাভোগের পর ক্যাথলিন ফোলবিগকে মুক্তি দিলো অস্ট্রেলিয়া। একটি হাইপ্রোফাইল তদন্তের পর নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
২০০৩ সালে চার সন্তানকে হত্যার জন্য ক্যাথলিনকে দায়ী করা হয়। তাকে সেই সময় অভিহিত করা হয়েছিল ‘অস্ট্রেলিয়ার সবচেয়ে খারাপ নারী সিরিয়াল কিলার’ হিসেবে। সেই সময় প্রসিকিউটররা যুক্তি দিয়েছিলেন, তিনি শিশুদের শ্বাসরোধ করেছেন। তবে ওই নারী ক্যাথলিন অবিচলভাবে দাবি করে গেছেন যে, প্রতিটি মৃত্যু হয়েছিল প্রাকৃতিক কারণেই।
২০২১ সালে অস্ট্রেলিয়া এবং বিদেশের কয়েক ডজন বিজ্ঞানী ক্যাথলিনের মুক্তির আহ্বান জানিয়ে একটি পিটিশনে সই করে বলেছিলেন যে, নতুন ফরেনসিক প্রমাণগুলো প্রস্তাব করে যে, ক্যাথলিনের বাচ্চাদের মৃত্যুগুলো আসলেও বিরল জেনেটিক মিউটেশন কিংবা জন্মগত অস্বাভাবিকতার সঙ্গে যুক্ত ছিল।
নিউ সাউথ ওয়েলসের অ্যাটর্নি জেনারেল মাইকেল ডেলি গতকাল সোমবার (৫ জুন) বলেছেন, ২০২২ সালের মে মাসে শুরু হওয়া একটি বছরব্যাপী তদন্ত ক্যাথলিনের সাজা পাওয়া নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে। ন্যায়বিচারের স্বার্থে তাকে যতো তাড়াতাড়ি সম্ভব বন্দিত্ব থেকে মুক্তি দেওয়া উচিত।
শক্তিশালী ফরেনসিক প্রমাণের অনুপস্থিতিতে প্রসিকিউটররা যুক্তি দিয়েছিলেন যে, হঠাৎ করে চার শিশু মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম।
তবে তদন্তের নেতৃত্বদানকারী অবসরপ্রাপ্ত বিচারক টম বাথার্স্ট বলেছেন যে, ক্যাথলিন তার সন্তানদের জন্য একজন যত্নশীল মা ছাড়া অন্য কিছুই ছিলেন না। তদন্ত শুরু করতে সাহায্য করা অস্ট্রেলিয়ান একাডেমি অব সায়েন্স জানিয়েছে যে, ক্যাথলিনের জন্য ন্যায়বিচার দেখতে পেয়ে আমরা স্বস্তি পেয়েছি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।