দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আদতেও থাকছে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা কাজ করছে।
তাদের এই দ্বিপক্ষীয় বৈঠক ঘিরে বাংলাদেশ প্রসঙ্গ আসা নিয়ে বিভিন্ন মহল থেকে নানারকম তথ্যও ওঠে এসেছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত সূত্রে কেও কোনোই মন্তব্য করেনি।
গতকাল মঙ্গলবার (২০ জুন) রাজধানী ঢাকার এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও মোদী-বাইডেন বৈঠক প্রসঙ্গ নিয়ে কথা বলেন। তিনি অবশ্য স্পষ্ট করে জানিয়েছেন, সেই বৈঠকের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্কই নেই।
ওবায়দুল কাদের বলেছেন, মোদীর-যুক্তরাষ্ট্র সফরের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্কই নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, বাইরের কোনো শক্তির পরামর্শেই নয়।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে গত সোমবার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কী আলোচনা করবেন বা না করবেন, সেটি তাঁদের বিষয়। সেখানে বাংলাদেশের ওকালতি করার কোনো প্রয়োজন নেই।
এইসব মন্তব্যের কারণে বাইডেন-মোদী বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আগামীকাল (বৃহস্পতিবার) বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টাইম ম্যাগাজিন জানিয়েছে, রাষ্ট্রীয় এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে ফ্রান্সের ইমানুয়েল ম্যাখোঁ এবং দক্ষিণ কোরিয়ার ইয়োন সুক ইয়োলের মতো কূটনৈতিক সংবর্ধনা পাওয়ার পর হতে নরেন্দ্র মোদী বিবেচিত হবেন তৃতীয় বিশ্বের নেতা হিসেবে।
কারণ হলো ভারত বর্তমানে বিশ্বে সবচেয়ে জনবহুল একটি দেশ। এটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যেও অন্যতম। বর্তমানে তথ্যপ্রযুক্তি এবং নতুন আবিষ্কারেও পিছিয়ে নেই ভারত। বাইডেন প্রশাসন আশা করে যে, ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে ইন্দো-প্যাসিফিকে চীনাদের ক্রমবর্ধমান প্রভাবকে মোকাবিলাও করতে পারবে।
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on জুন ২১, ২০২৩ 10:33 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে চামড়ায় টান ধরা নতুন কোনো বিষয় নয়। তবে সমস্যা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অসতর্কতাবশত: হাত থেকে পড়ে গেলেও ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওজন কমাতে গিয়ে তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাড়াহুড়া করলেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে চলেছে সুপারস্টার শাকিব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি বাচ্চা হাতি। শাবকের ঘুম ভাঙাতে…