দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে অবসর প্রত্যাহার করেছেন ক্রিকেটার তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলে জাতীয় দলে ফিরলেন তামিম ইকবাল।
তবে আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজটিতে ফিরছেন না জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। তিনি দেড় মাসের ছুটি নিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বিষয়টি নিশ্চিত করেন।
অবসর ঘোষণা ইস্যুতে আজ শুক্রবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকেন তামিমকে। ঢাকায় এসেই গণভবনে যান দেশসেরা এই ওপেনার। এই সময় তার পরিবার, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই সময় সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, ইতিপূর্বে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে তোলপাড় ফেলে দেন তামিম ইকবাল। এই খবর ঘিরে গতকাল প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।
অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। সবাই যা আশা করেছিলেন, প্রধানমন্ত্রীর কথায় অবসর ভাঙবেন তামিম, তাই হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।