দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত এগিয়ে চলেছে বিশ্ব। এবার কৃত্রিম বুদ্ধিমত্তাকে (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) কাজে লাগাতে সংবাদ সঞ্চালনায় বিপ্লব ঘটালো ভারতের ওড়িশার পুরাতন টিভি চ্যানেল ওটিভি। লিসা নামে এক রোবটকে দেখা যায় টেলিভিশনটির পর্দায়।
গত ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার নিউজ অ্যাঙকরকে সামনে নিয়ে আসা হয়। টেলিভিশনটির এই পদক্ষেপ শুধু দেশজুড়েই নয় বিশ্বজুড়ে হইচই পড়ে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত লিসা খবর পরিবেশন করে ওই টেলিভিশনটিতে। এখন থেকে সারাদিনের একাধিক সময় খবর পড়ে শোনাবে লিসা।
সংবাদ পরিবেশিকা লিসাকে একটি হ্যাণ্ডলুমের শাড়ি এবং মেরুন রঙের ব্লাউজ পরিহিত অবস্থায় দেখা যায়। শুধু ওড়িশা ভাষায়ই নয়, একইসঙ্গে ইংরেজিতেও বেশ স্বচ্ছন্দে কথা বলে লিসা। এই রোবট উদ্বোধনের দিন গলার আওয়াজের মধ্যেই অবশ্য ধরা পড়ে কিছুটা যান্ত্রিকভাব। তারপরও উপস্থিত দর্শকদের রীতিমতো চমকে দিয়েছে রোবটের কথা বলার ধরন থেকে সব কিছুই!
নিউজ অ্যাঙ্কর লিসাকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দেন চ্যানেলটির কর্ণধার। এই বিষয়ে ওড়িশা টেলিভিশন লিমিটেডের (ওটিভি) অন্যতম কর্ণধার জাগি মাঙ্গত পণ্ডা বলেছেন, একটা সময় ছিল যখন কম্পিউটার একটি আশ্চর্যজনক যন্ত্র ছিল। তবে এখন সময় বদলেছে ও আজকাল মানুষ ইন্টারনেটেই বেশি সময় ব্যয় করছেন। সবসময় সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে আসছে ওটিভি।
তিনি আরও বলেন, টেলিভিশন সম্প্রচারে এআই-এর ব্যবহার সবেমাত্র শুরু হলো। সেই কারণে এআই নিউজ অ্যাঙ্কর লিসার মাধ্যনে নতুন মাইলফলকও তৈরি হবে। লিসা ফ্রি-টু-এয়ার আঞ্চলিক টেলিভিশন সম্প্রচারের পৃথিবীর প্রথম এআই অ্যাঙ্কর। সেইসঙ্গে প্রথম ওড়িশার এআই নিউজ অ্যাঙ্করও।
মাঙ্গত পণ্ডা আরও জানিয়েছেন, লিসার অনেক ভাষায় কথা বলার দক্ষতা রয়েছে। আপাতত ওটিভি নেটওয়ার্কের টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য শুধুমাত্র ওড়িশা এবং ইংরেজিতে সংবাদ উপস্থাপন করবে সে। আগামী দিনে লিসাকে আরও দক্ষ করে তোলার চেষ্টা চালানো হচ্ছে। লিসাকে ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।
জনপ্রিয়তা বাড়ছে চ্যাট জিপিটি’র মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) টুলসগুলোর। আগামী দিনে কৃত্রিম মেধা ব্যবহার করে কোন কোন ক্ষেত্রে বিপ্লব ঘটবে, তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। শুধুমাত্র প্রযুক্তি সংক্রান্ত চাকরির ক্ষেত্রেই নয়, বিভিন্ন ক্ষেত্রেই ভবিষ্যতে ছড়ি ঘোরাতে পারে এইসব এআই।
উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে ওপেন এআই শুরু করে টুল চ্যাট জিপিটি। তারপর এ বছর ফেব্রুয়ারিতে চালু হয় গুগল বার্ড এবং মাইক্রোসফট বিং। বিগত কয়েক মাসে এই ৩টি এআই টুল নিয়ে প্রচুর আলোচনাও হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের বেশিরভাগই মনে করছেন, প্রযুক্তি সংক্রান্ত কর্মক্ষেত্রে মানুষের কাজ করে দিতে পারবে এইসব এআই টুলসগুলো।
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on জুলাই ১৩, ২০২৩ 10:12 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই হয়তো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো 'প্রিয়তমা'…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদ্যাপনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক প্রতিযোগিতা দেখে থাকি। তবে আজ এমন এক বিচিত্র…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১৮ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, অনিয়ম জীবনযাপনের জেরে শরীরে রোগের…