এবার রাস্তায় নামলো ডিজিটাল ভিখারি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আধুনিক যুগে এবার ভিক্ষাও হয়ে উঠেছে ডিজিটাল! হাতে কিউআর কোড নিয়ে লোকাল ট্রেনে ভিক্ষা করছেন জনৈক ব্যক্তি। সেই কিউআর কোডেই রয়েছে অনলাইন পেমেন্টের ব্যবস্থাও। অর্থাৎ, আপনার পকেটে খুচরা টাকা না থাকলেও কোনই সমস্যা নেই। অনলাইনেই ভিক্ষা দিতে পারবেন ওই ব্যক্তিকে!

সম্প্রতি এই ‘ডিজিটাল ভিখারির দেখা গেছে ভারতের মুম্বাইয়ে। ভিক্ষা করার এমন একটি ভিডিও সম্প্রতি রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। ব্যস্ত রাস্তা, বাস কিংবা ট্রেনে প্রতিদিনই দেখা যাচ্ছে অসংখ্য ভিক্ষুকের। পেটের তাগিদেই অন্যের কাছে হাত পাতেন। অনেকেই ‘না’ বলে দেন এদেরকে। কেও আবার অজুহাত হিসেবে নগদ বা খুচরা টাকার অভাবের কথা বলেন। এমন পরিস্থিতি সামলাতেই ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষাবৃত্তি শুরু করেন ওই যুবক!

ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ভিক্ষুক ট্রেনের ভেতর গান গেয়ে গেয়ে ভিক্ষা করছেন। তার হাতে কিউআর কোড স্টিকারযুক্ত একটি কাগজ। ওই ট্রেনে উপস্থিত এক ব্যক্তি এই ঘটনার ভিডিওটি রেকর্ড করেন, যা এখন ভাইরাল হয়েছে।

জানা যায়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওটি মুম্বাইয়ের একটি লোকাল ট্রেন থেকে করা। যদিও সেটি কবে কোথায় ধারণ করা হয়েছে, তার কোনো উল্লেখ নেই। কেও বলছেন, ওই ভিক্ষুক যেভাবে কিউআর কোড নিয়ে ভিক্ষা করছেন, তাতে হয়তো আর কারো ‘না’ বলার সুযোগই থাকবে না!

টুইটারে শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে যে, এটিই মুম্বাই লোকাল, যেখানে আপনি ডিজিটাল পেমেন্ট ব্যবহারের করতে পারেন। এক ভিক্ষুক সঙ্গে অনলাইন পেমেন্টের স্টিকার নিয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করছেন, যেনো আপনাকে নগদ অর্থ না থাকার অজুহাত নিয়ে আর মাথা ঘামাতে না হয়। এটি মূলত পুরোপুরিই একটি ‘ক্যাশলেস’ ব্যবস্থা!

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on জুলাই ১৬, ২০২৩ 12:25 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাঝে-মধ্যেই ঝিঁঝি ধরে কী কারণে? ডায়েটে যেসব খাবার রাখতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তপ্রবাহের গতি শ্লথ হলে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ার মতো লক্ষণ…

% দিন আগে

ওজন কমাসহ পুদিনা পাতার পানি খেলে আরও অনেক উপকার পাবেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুদিনা পাতার পানি খেলে কোনও সুফল পাওয়া যাবে না, সেটি…

% দিন আগে

ইনফিনিক্সের বাজেট ফোন স্মার্ট ৮ প্রো সারাদেশে পাওয়া যাচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের বাজারে এলো ইনফিনিক্সের নতুন স্মার্টফোন ‘স্মার্ট ৮ প্রো’। ব্র্যান্ডটির…

% দিন আগে

আসিফ আলতাফের নতুন গান ‘টাকা’ [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জীবনমুখী গানের তরুণ শিল্পী আসিফ আলতাফ এবার গেয়েছেন ‘টাকা’ শিরোনামে…

% দিন আগে

‘সোমালিয়ান জলদস্যুদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আইএমওর নেই’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সেক্রেটারি জেনারেল আর্সেনিও ডমিঙ্গুয়েজ বলেছেন যে,…

% দিন আগে

আপনি কতোটা আত্মবিশ্বাসী? এই পরীক্ষাটি দিলেই বুঝতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই ছবিতে কোন জিনিসটি প্রথম আপনার নজর কাড়ছে, তা থেকে…

% দিন আগে