৩৩ ওয়াট ফাস্ট চার্জিংসহ দুর্দান্ত সব চ্যাম্পিয়ন ফিচার নিয়ে আসছে রিয়েলমি সি৫৩

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মার্টফোনপ্রেমীদের জন্য দুর্দান্ত এক অভিজ্ঞতা নিশ্চিত করতে রিয়েলমি নিয়ে আসছে এর চ্যাম্পিয়ন সি-সিরিজ হতে নতুন ডিভাইস – রিয়েলমি সি৫৩।

এই ফোনে থাকবে সেগমেন্ট-ফার্স্ট (প্রথমবারের মতো) ৩টি ফিচার – ১২৮ জিবি স্টোরেজ, ৩৩ ওয়াট ফাস্ট চার্জ এবং ৭.৪৯ মিলিমিটার আলট্রা স্লিম বডি। সি-সিরিজের জন্য নির্ধারিত স্ট্র্যাটেজিক আপগ্রেড অনুসরণ করে এই ফোনে নিয়ে আসা হয়েছে বেশ কিছু নতুন ফিচার, যা এন্ট্রি-লেভেল স্মার্টফোন বাজারে নিয়ে আসবে নতুন চমক। এই মাসের ২৩ তারিখে দেশের বাজারে উন্মেচিত হবে চমৎকার এই ফোনটি। অর্ডার করতে অথবা এই ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.facebook.com/events/262074733217461/?ref=newsfeed।

তরুণদের জন্য বেশ কিছু গেম-চেঞ্জিং ফিচার থাকছে এই স্মার্টফোনটিতে, যার মধ্যে রয়েছে সেগমেন্টের প্রথম ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং। সি৩৩ ফোনের ১০ ওয়াট চার্জিং এর তুলনায় নতুন এই ফোনে থাকবে ১০০ শতাংশ দ্রুততর চার্জিং স্পিড। সঙ্গে থাকবে ১২জিবি পর্যন্ত ডাইন্যামিক র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, যা এই সেগমেন্টে সেরা। এই ডিভাইসে দুটি ন্যানো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড একই সঙ্গে ব্যবহারের সুযোগ থাকবে, যে কারণে ব্যবহারকারীরা পাবেন ২টিবি পর্যন্ত মেমোরি সুবিধা।

Related Post

ইন্টার্নাল স্ট্রাকচারে ক্রমাগত পরিবর্তন নিয়ে আসার মাধ্যমে ৭.৪৯ মিলিমিটারের স্লিম বডি তৈরি করেছে রিয়েলমি। রাইট-অ্যাঙ্গেল বেজেলের কারণে এই ডিভাইসটি ব্যবহারের সময় আরামদায়ক অনুভূতি পাওয়া যাবে। এছাড়াও ক্যামেরাপ্রেমীদের জন্য এই ফোনটিতে থাকবে ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা, যার সাহায্যে তোলা যাবে অসাধারণ সব ছবি।

এছাড়াও, রিয়েলমি সি৫৫ ফোনের মতো সি৩৫ ডিভাইসেও রয়েছে আই ফোনের আদলে তৈরি করা ‘মিনি-ক্যাপসুল’। এই মিনি-ক্যাপসুল দিয়ে ডিভাইসের ব্যাটারি স্ট্যাটাস জানা যাবে সহজেই। পরবর্তী আপগ্রেডের সাথে যোগ হবে আরও দু টি ফিচার – ডেটা ইউসেজ ও স্টেপস স্ট্যাটস।

এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজারে রিয়েলমি’র এই ডিভাইস গেম-চেঞ্জার হিসেবেও নতুন মাত্রা যোগ করবে। সেগমেন্টের সেরা সব ফিচারে সমৃদ্ধ এই ডিভাইস ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে অতুলনীয় স্মার্টফোন অভিজ্ঞতা। উদ্ভাবনী

প্রযুক্তির মাধ্যমে দেশ এবং বিশ্বের সকল তরুণদের প্রযুক্তিগতভাবে ক্ষমতায়ন করে যাচ্ছে রিয়েলমি, যেন তরুণ প্রজন্ম নিজেদের নতুন উচ্চতায় অধিষ্ঠিত করতে পারে। এই প্রতিশ্রুতি দ্বারা অনুপ্রাণিত হয়ে রিয়েলমি প্রতিনিয়ত সেরা স্মার্টফোন নিয়ে আসতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on জুলাই ২০, ২০২৩ 1:41 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

শীঘ্রই আসছে জিমের ‘মেঘবালিকা’ নামে নতুন নাটক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে…

% দিন আগে

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে বন্দুকধারীর গুলি: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলি করে অজ্ঞাত বন্দুকধারী। ব্রিটিশ সংবাদমাধ্যম…

% দিন আগে

পৃথিবীতে এমন ৫টি দেশ রয়েছে যেখানে ২৪ ঘণ্টাই দিনের আলো থাকে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি বিশ্বের প্রায় জায়গাতেই ১২ ঘণ্টার দিন, ১২ ঘণ্টার…

% দিন আগে

সত্যিই এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ খৃস্টাব্দ, ২ জ্যৈষ্ঠ ১৪৩১…

% দিন আগে

গবেষণা যা বলছে: বরফপানিতে গোসল করা কী আদৌ ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফপানিতে গোসল করা কী আদৌ ভালো? কেও কেও বলেন, শরীরে…

% দিন আগে

ওজন ঝরাতে লেবু পানিতে দ্রুত উপকার পেতে সঙ্গে মেশাতে হবে আরও কয়েকটি উপাদান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ লেবুতে থাকা ফাইবারের কারণেই পেটভার হয়ে থাকে। অন্য কিছু…

% দিন আগে