স্যামসাং উন্মোচন করলো ‘আনপ্যাকড ইভেন্ট’ -এ গ্যালাক্সি জেড ফ্লিপ৫ ও গ্যালাক্সি জেড ফোল্ড৫

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং উন্মোচন করলো পঞ্চম প্রজন্মের ফোল্ডেবল হ্যান্ডসেট। উৎপাদনশীলতা বাড়ানো, কাস্টমাইজেশনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি ও শক্তিশালী অপারেটিং সিস্টেমের সুবিধান নিশ্চিতে উন্মোচন করা হয়েছে গ্যালাক্সি জেড ফ্লিপ৫ এবং গ্যালাক্সি জেড ফোল্ড৫।

২৬ জুলাই দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হয় এই আনপ্যাকড ইভেন্ট। ব্যবহারকারীদের প্রতিদিনকার জীবনযাত্রাকে সমৃদ্ধ করতে যুগান্তকারী উদ্ভাবন নিয়ে এসেছে গ্যালাক্সি জেড সিরিজের ডিভাইসগুলো। বাংলাদেশের বাজারেও খুব শীঘ্রই পাওয়া যাবে এই ডিভাইস দুটি।

গ্যালাক্সি জেড ফ্লিপ৫– চমৎকার এই ডিভাইসটিতে রয়েছে ৩.৫ ইঞ্চি সুপার অ্যামোলেড স্ক্রিন, এর কভার ডিসপ্লের রেজ্যুলেশন হচ্ছে ৭২০X৭৪৮। ডিভাইসটির বড় কভার ডিসপ্লের মাধ্যমে এখন পুরো কিবোর্ড ব্যবহার করে মেসেজের উত্তর দেওয়া বা মূল স্ক্রিন নেভিগেট করতে পারবেন ব্যবহারকারী। সেইসঙ্গে, কভার ডিসপ্লেতে ১২টি উইজেট যোগ করার পাশাপাশি নেটফ্লিক্স এবং ইউটিউবের মাধ্যমে বিনোদন উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। নেভিগেশন সিস্টেম সমৃদ্ধ এবং স্বাচ্ছন্দ্যদায়ক করতে ব্যবহারকারীদের জন্য কভার স্ক্রিনে গুগল ম্যাপ ব্যবহার করারও সুযোগও রয়েছে। ডিভাইসটির মূল স্ক্রিনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে।

Related Post

ডিভাইসটির ফ্লেক্সক্যাম ফিচারের মাধ্যমে হ্যান্ডস-ফ্রি হাই-কোয়ালিটি শটস এবং ভিডিও ধারণের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এর সক্ষমতার কারণে দিনে এবং রাতে নিখুঁত ও ঝকঝকে ছবি ও ভিডিও নিশ্চিত করবে ডিভাইসটির ক্যামেরা। ডিভাইসটিতে আরও রয়েছে ১২ মেগাপিক্সেল ওয়াইড ও ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ডুয়েল রেয়ার ক্যামেরা ও ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৫ সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা যাবে, ব্যবহারকারী তার পছন্দানুযায়ী মূল স্ক্রিন এবং কাভার স্ক্রিন থিম বাছাই করতে পারবেন। ব্যবহারকারী চাইলে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড, ক্লক ডিজাইন এবং উইজেটের মাধ্যমে নিজের জন্য কাভার স্ক্রিন তৈরি করে নিতে পারবেন। ডিভাইসটিতে ব্যবহার রয়েছে ৩,৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

ব্যবহারকারীদের জন্য মানসম্মত অভিজ্ঞতা নিশ্চিতে এবং কার্যকারিতা বৃদ্ধি করতে স্যামসাংয়ের বিশেষজ্ঞ প্রযুক্তির সমন্বয়ে গ্যালাক্সি জেড ফোল্ড৫ ডিভাইসটি নিয়ে আসা হয়েছে। এর মূল স্ক্রিনের ৭.৬ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২X ডিসপ্লে এবং কভার স্ক্রিনের ৬.২ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২X ডিসপ্লের মাধ্যমে ডিভাইসে যেকোনো কনটেন্ট আরও প্রাণবন্ত দেখা যাবে।

গ্যালাক্সি জেড ফোল্ড৫ এর ৫০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স ও ৩০ গুণ স্পেস জুম, ১০ মেগাপিক্সেল টেলিফটো এবং ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা দুর্দান্ত ছবি তুলতে সক্ষম। এতে ডুয়েল প্রিভিউ, রেয়ার ক্যামেরা সেলফি এবং ক্যাপচার ভিউ মোডের ক্ষেত্রে সক্রিয় জুম ম্যাপ সহ আরও নানান ক্যামেরা মোড রয়েছে। এছাড়া, ডিভাইসটিতে ফ্লেক্স মোড রয়েছে। শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এর কারণে ডিভাইসটি দিয়ে আরও দ্রুত এবং নিখুঁতভাবে গেমস খেলা যাবে। সেইসঙ্গে, ডিভাইসটির সঙ্গে একটি এস-পেন রয়েছে; যে কারণে, ব্যবসায়ী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্মার্টফোনটি যথার্থ হবে। ডিভাইসটিতে দেওয়া হয়েছে ৪,৪০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

দুটি ডিভাইসেই রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২, ৪ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ও ২৫ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং সুবিধা। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৫ এবং গ্যালাক্সি জেড ফোল্ড৫ এর হিঞ্জ ডিজাইনে গ্যাপ কমিয়ে আনা হয়েছে, ফলে, ডিভাইস দু’টিকে আরও পাতলা মনে হবে। গ্যালাক্সি জেড ফ্লিপ৫ নিয়ে আসা হয়েছে গ্রাফাইট এবং মিন্ট এ দু’টি রঙে। আর গ্যালাক্সি জেড ফোল্ড৫ পাওয়া যাবে আইসি ব্লু শেডে।

বিষয়টি নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়িদুর রহমান বলেন, “প্রতিষ্ঠানের উন্মুক্ত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে ফোল্ডেবল ডিভাইস নিয়ে এসেছে স্যামসাং। স্মার্ট বাংলাদেশের জন্য ডায়নামিক ব্যবহারকারীদের চাহিদা পূরণে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করবে অপ্রতিদ্বন্দ্বী এই স্মার্টফোনগুলো। নতুন ফোল্ডেবল ডিভাইস নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ডিভাইস দু’টি আমাদের স্মার্ট নাগরিকদের অভিজ্ঞতা সফলভাবে রূপান্তরিত করবে এবং
তাদের সমৃদ্ধি নিশ্চিত করবে বলে আশাবাদী আমরা।”

আকর্ষণীয় প্রি-অর্ডার অফারসহ বাংলাদেশের ফ্যানদের জন্য খুব শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে নতুন প্রজন্মের এই ফোল্ডেবল ফোনগুলো। আরও বিস্তারিত জানতে স্যামসাং বাংলাদেশ ওয়েবসাইট এবং ফেসবুক পেইজ ভিজিট করুন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on জুলাই ২৭, ২০২৩ 1:07 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

বন-জঙ্গল আর ঝরনার পানি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৪ আশ্বিন ১৪৩১…

% দিন আগে

ঘন ঘন ঢেকুর উঠলে কোনও রোগ বাসা বেঁধেছে কি না জেনে রাখা দরকার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি সারাক্ষণই পেট আইঢাই করতে থাকে, লাগাতার ঢেকুর উঠতেই থাকে,…

% দিন আগে

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের নতুন কান্ট্রি ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন স্টিফেন ফোর্বস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে স্টিফেন ফোর্বসকে নিযুক্ত করেছে ব্রিটিশ…

% দিন আগে

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক গো ওয়ান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন ডিভাইস…

% দিন আগে

ক্যান্সার আক্রান্ত হিনা কনের সাজে ব়্যাম্পে হাঁটলেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী এবং মডেল হিনা খান স্তন ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারের…

% দিন আগে

বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ সম্পর্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক…

% দিন আগে