দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কনটেম্পোরারি ভিজ্যুয়াল আর্ট নিয়ে যুক্তরাজ্যের সর্ববৃহৎ ফেস্টিভ্যাল- লিভারপুল বিয়েনাল এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে লিভারপুল বিয়েনাল ২০২৩ ‘ইউমোয়া: দ্য সেক্রেড রিটার্ন অব লস্ট থিংস’র সাথে মিল রেখে আজ থেকে ৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে নানা কর্মসূচি, সংলাপ ও নেটওয়ার্কিং ইভেন্ট।
এতে বাংলাদেশ, ঘানা, ভারত, কেনিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তাঞ্জানিয়া, পাকিস্তান, নাইজেরিয়া এবং উগান্ডা থেকে নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। যুক্তরাজ্য ও আন্তর্জাতিক কিউরেটরদের মধ্যে অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে অভিন্ন অঙ্গীকার নিয়ে বহু বছর ধরে কাজ করছে লিভারপুল বিয়েনাল এবং ব্রিটিশ কাউন্সিল। গত ১০ জুন হতে শুরু হওয়া লিভারপুল বিয়েনালের ১২তম সংস্করণ চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশ থেকে কিউরেটরস’ উইকে ডেলিগেট হিসেবে মনোনীত হয়েছেন ঢাকার ইন্ডিপেন্ডেন্ট এডিটর এবং কিউরেটর সাদিয়া সারতাজ রহমান। বাংলা ও ইংরেজি দু’ মাধ্যমেই কাজ করেছেন সাদিয়া। তিনি বাংলাদেশ এবং যুক্তরাজ্যে উল্লেখযোগ্য শিল্প বিষয়ক বিভিন্ন অলাভজনক উদ্যোগের পাবলিক প্রোগ্রাম, প্রদর্শনী ও প্রকাশনা ডিজাইন করেছেন। তিনি কিউরেটোরিয়াল কালেক্টিভ ‘কে বা কাহারা’য় অংশগ্রহণকারী একজন সংক্রিয় শিল্পী। উন্মুক্ত, সহায়ক, সমতাবাদী এবং মনোগ্রাহী চর্চার মাধ্যমে সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন সাদিয়া।
এই বিষয়ে সাদিয়া বলেন, “ লিভারপুল বিয়েনালে বিভিন্ন প্রেক্ষাপট এবং পটভূমি থেকে উঠে আসা সমমনা প্র্যাকটিশনারদের সাথে মতবিনিময় ও জ্ঞান আদান-প্রদানের ব্যাপারে আমি প্রত্যাশী, যারা বিভিন্ন প্রোগ্রাম এবং প্রদর্শনীর মাধ্যমে সেবা চর্চা নিয়ে নিরীক্ষা ও এই বিষয়ে সুযোগ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আমার প্রত্যাশা এই কার্যক্রম সকল প্র্যাকটিশনারদের নিয়ে সেবার বিষয়ে গুরুত্বারোপ করে উন্মুক্তভাবে স্বতঃস্ফূর্ত প্রশ্ন করতে আগ্রহী করবে, সম্পর্ক তৈরি করবে ও অনুপ্রেরণা দান করবে।”
ডেভিড নক্স, ডিরেক্টর প্রোগ্রামস বাংলাদেশ, ব্রিটিশ কাউন্সিল, বলেন, “আমরা আনন্দিত যে আমাদের শিল্প এবং সাংস্কৃতিক সম্পৃক্ততামূলক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে যুক্তরাজ্য এবং বাংলাদেশে সম্পর্ক তৈরি করে চলেছে। আমাদের প্রত্যাশা সাদিয়া সারতাজ রহমানের মতো বাংলাদেশের আরও শিল্পীরা যুক্তরাজ্যের শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ উৎসব লিভারপুল বিয়েনালে অংশগ্রহণ করবেন। এটি শিল্পীদের জন্য তাদের প্রতিভা বিকাশ ও প্রদর্শনের এবং যুক্তরাজ্যে শিখন ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য সুযোগ।’
এই কর্মশালা ছাড়াও সাদিয়া অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে লিভারপুল বিয়েনাল ২০২৩ সংশ্লিষ্ট শিল্পীদের পরিবেশনা এবং স্থানীয় ও জাতীয় সংস্থা, শিল্পী ও কিউরেটরদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, শিল্পীদের সঙ্গে স্টুডিও পরিদর্শন করবেন এবং তাদের কাজ ও আগ্রহের বিষয়গুলো উপস্থাপনের সুযোগ পাবেন। তাছাড়াও যুক্তরাজ্যের বৃহত্তর সাংস্কৃতিক পরিমণ্ডল সম্পর্কে ধারণা লাভের স্বার্থে তারা ম্যানচেস্টার ও লিডসে ভ্রমণ করবেন যেখানে তারা শিল্পী সোনিয়া বয়েসের গোল্ডেন- লায়ন এওয়ার্ড প্রাপ্ত ভেনিস বিয়েনাল প্রদর্শনী ‘ফিলিং হার ওয়ে’ লিডস আর্ট গ্যালারিতে দেখার সুযোগও পাবেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on আগস্ট ১, ২০২৩ 5:25 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…