প্রি-অর্ডার: আকর্ষণীয় ডিলে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৫ ও গ্যালাক্সি জেড ফোল্ড৫

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং ফোল্ডেবল ফোনের উদ্ভাবনী প্রযুক্তির অভিজ্ঞতা নেওয়ার জন্য যেসব স্মার্টফোনপ্রেমী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের অপেক্ষার অবসান ঘটাতে নিজেদের পঞ্চম প্রজন্মের ফোল্ডেবল গ্যালাক্সি জেড ফ্লিপ৫ এবং গ্যালাক্সি জেড ফোল্ড৫ – এর জন্য আজ থেকে প্রি-অর্ডার নেওয়া শুরু করছে স্যামসাং বাংলাদেশ।

প্রি-অর্ডার দেওয়া যাবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত এবং ডেলিভারি দেওয়া শুরু হবে আগামী ২৯ আগস্ট থেকে। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৫ -এ রয়েছে ৩.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে’র ফ্লেক্স উইন্ডো, যা কিনা বিস্তৃত পরিসরের ক্লকফেস ও স্ট্যান্ডার্ড ওয়ালপেপার দিয়ে কাস্টোমাইজ করা যাবে।

ব্যবহারকারীরা ফ্লেক্স উইন্ডোর মাধ্যমে সহজেই মেসেঞ্জার, ইউটিউব ও নেটফ্লিক্সের মতো বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারবেন। ফ্লিপ করা অবস্থায় ডিভাইসটিতে ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড টুএক্স ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে উপভোগ করবেন ব্যবহারকারীরা। যে কারণে স্ক্রল এবং সোয়াইপ করা হবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক।

Related Post

ডিভাইসটির দুর্দান্ত ফিচারের মধ্যে রয়েছে এর হ্যান্ডস-ফ্রি এর অভিজ্ঞতা, যেখানে ব্যবহারকারীরা ডিভাইসটি ৯০-ডিগ্রি কোনাকুনি রেখে (যেমন ল্যাপটপের মতো করে) ব্যবহার করতে পারেন।

স্মার্টফোনটিতে দুটি ডিসপ্লে’র জন্যই ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্র্যাগন ৮ জেন ২ গ্যালাক্সি এডিশন ৪এনএম চিপসেট, আইপিএক্স৮ স্বীকৃত পানি প্রতিরোধী কর্নিং গরিলা গ্লাস ভিক্টর ২, ২৫৬ জিবি স্টোরেজ, ৮ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম ও ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

ডিভাইসটিতে রয়েছে অসাধারণ ১২ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

গ্যালাক্সি জেড ফ্লিপ৫ এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১৮৩,৯৯৯ টাকা। প্রি-অর্ডারের সময়ে ক্রেতারা ২৪ হাজার টাকা ক্যাশব্যাক এবং ৬ কিংবা ১২ মাসের জন্য স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা (২২৫০ টাকা দিয়ে শুরু) উপভোগ করতে পারবেন।

গ্যালাক্সি জেড ফোল্ড৫ দেখতে স্লিম। আকর্ষণীয় লাইট ডিজাইনের কারণে উন্নত বিল্ড কোয়ালিটির অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। নিজেদের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি উপভোগ করা যাবে এপিক ক্যামেরার দুর্দান্ত ফিচার। চমৎকার সব ছবি তোলার জন্য এই ফোনে ৩০x স্পেস জুম, ১০ মেগাপিক্সেল অপটিক্যাল জুম টেলিফটো, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সহ আছে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এই ডিভাইসে আরও রয়েছে ১২০ হার্জ ইনফিনিটি-ও ডিসপ্লের রিফ্রেশ রেট সহ একটি বিশাল ৭.৬-ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২x ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে। গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজ স্মার্টফোনের মধ্যে ট্যাবলেটের মতো অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য প্রশংসিত হয়েছে। এই ফোন হাতে থাকলে ব্যবহারকারীরা যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে এর বিশাল ডিসপ্লের সাহায্যে বিভিন্ন ধরণের কনটেন্ট উপভোগ করতে পারবেন।

গ্যালাক্সি জেড ফোল্ড৫ ফোনের মূল্য মাত্র ২,৯৯,৯৯৯ টাকা। প্রি-অর্ডার করলে গ্রাহকরা ২০,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন। প্রি-অর্ডার করা গ্রাহকরা ৬ বা ১২ মাসের জন্য ‘নেভারমাইন্ড’ স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার (৩,৫০০ টাকা থেকে শুরু) উপভোগ করতে পারবেন।

নেভারমাইন্ড ক্যাম্পেইনে অংশগ্রহণ করে ১,২৫,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগও থাকছে। গ্রাহকরা ৬ মাসের জন্য ১০০ জিবি স্টোরেজ (নিরাপদ, বিজ্ঞাপনবিহীন ইমেল) সহ মাইক্রোসফট ৩৬৫ ওয়ান ড্রাইভ বিনামূল্যে ব্যবহার করার সুযোগ পাবেন। এছাড়াও, কিছু নির্দিষ্ট ডিভাইসে থাকছে ১২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এক্সচেঞ্জ অফার। আরও রয়েছে ১৮ মাস পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি ইএমআই সুবিধা। সিটি ব্যাংক-আমেরিকান এক্সপ্রেস, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কাস্টমাররা পাবেন ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ইন্টারেস্ট ফ্রি ইএমআই সুবিধার মাধ্যমে গ্রাহকরা ক্যাশব্যাক ছাড়াও আরও ৩২,৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

এই বিষয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, “ফোল্ডেবল স্মার্টফোনের মাধ্যমে আমরা এই খাতে আমূল পরিবর্তন নিয়ে এসেছি এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। গবেষণা এবং উৎপাদন দক্ষতার সমন্বয় করে আমরা গ্যালাক্সি জেড সিরিজের ক্রমবর্ধমান বিকাশে কাজ করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে বাজারে আসা ডিভাইসগুলো উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের চাহিদা পূরণে আমাদের অঙ্গীকারের প্রতিফলন। বাংলাদেশের স্মার্ট নাগরিকদের জন্য দুর্দান্ত সব স্মার্ট ডিভাইস নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।”

আরও বিস্তারিত তথ্য অথবা প্রি-অর্ডার করতে আগ্রহীরা স্যামসাং বাংলাদেশের ওয়েবসাইট (https://www.samsung.com/bd/) বা ফেসবুক পেজে (https://www.facebook.com/SamsungBangladesh) লগ ইন করতে পারেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on আগস্ট ৬, ২০২৩ 5:32 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

কোন ভিটামিন কখন খেলে উপকার বেশি পাবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাল্টিভিটামিন বা সাপ্লিমেন্ট যখন খুশি তখন খাওয়া যায় না। কোন…

% দিন আগে

ভারত-বাংলাদেশ সিরিজ লাইভ উপভোগ করুন টফি’তে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্রিকেট মানেই উত্তেজনা, কষ্ট আর আনন্দের মাখামাখি। বাংলাদেশের খেলা মানেই…

% দিন আগে

মৌরি খাওয়া কতোটা স্বাস্থ্যকর তা কী জানেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডালে একটু মৌরি ফোড়ন না দিলে স্বাদ কিন্তু ঠিক আসে…

% দিন আগে

চিত্রনায়িকা পূজা প্লাস্টিক সার্জারি সম্পর্কে মুখ খুললেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর কিছু সিনেমা বেশ…

% দিন আগে

গাজায় ইসরাইলী হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি…

% দিন আগে

ভক্তকে দু’লাখের ঘড়ি উপহার: ধনকুবেরের কীর্তির ভিডিও হলো ভাইরাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিজের সংস্থার সদর দফতরে ডেকে এক ভক্তের হাতে দামি উপহার…

% দিন আগে