একটি নৌকা ছুটে চলছে অসংখ্য কুমিরের মাঝ দিয়ে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চারিদিকে অসংখ্য কুমির। আর তার মাঝ দিয়ে চলেছে একটি ছোট্ট নৌকা! এই দৃশ্য দেখলেই ভয়ে গা ছমছম করে ওঠে।

সম্প্রতি এমনই একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ইন্ডিয়া ডট কম সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ঘটনাটি প্রকৃতপক্ষে কবে বা কোথায় ঘটেছে তা প্রকাশ না পেলেও ভিডিও যারা শেয়ার করেছেন, তাদের অনেকেই পরিচিত। গত ১৬ আগস্ট সিসিটিভি নামে একটি টুইটার হ্যান্ডল থেকে ভিডিওটি শেয়ার করা হয়। তারপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সাড়া ফেলে দেয় ওই ভিডিওটি। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদনও প্রকাশ হতে থাকে।

প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় যে, ইঞ্জিনচালিত ছোট্ট একটি স্টিলের নৌকা দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এই ইঞ্জিনের আওয়াজে শত শত কুমির পানি ছেড়ে একেবারে তীরের দিকে ছুটে যাচ্ছে।

যে কেও এই ভিডিওটি দেখলে ভয় পাবেন- তাতে সন্দেহ নেই। কারণ হলো, হিংস্র এই প্রাণীর শক্তিমত্তার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে যে কারই। কুমিরের চোয়াল খুবই শক্তিশালী। এর তীক্ষ্ণ দাঁত তাৎক্ষণিকভাবে শিকারকে কাবু করে দিতে সক্ষম। পেছন থেকে লেজ পর্যন্ত কুমিরের খসখসে স্পাইকি বাহ্যিক দিকটিও অনেকের কাছেই খুবই ভয়ঙ্কর।

ওই ভিডিওটি শেয়ার করে অনেকেই জানতে চেয়েছেন, নৌকায় থাকা ওই ব্যক্তি কিংবা ব্যক্তিরা কি আদৌ জীবিত অবস্থায় ফিরতে পেরেছিলেন? নাকি সেখানে কোনো দুর্ঘটনা ঘটেছে? যদিওবা বেঁচে ফিরেও থাকেন, তাহলে কোথায় এবং কেমন আছেন তারা? নদীটিই বা কোথায় অবস্থিত? যদিও এই প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি। তবে এটি ঠিক একজন হলেও বেঁচে ছিলেন- না হলে ভিডিওটি আসলো কিভাবে?

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on আগস্ট ২২, ২০২৩ 4:07 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

আসিফ আলতাফের নতুন গান ‘টাকা’ [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জীবনমুখী গানের তরুণ শিল্পী আসিফ আলতাফ এবার গেয়েছেন ‘টাকা’ শিরোনামে…

% দিন আগে

‘সোমালিয়ান জলদস্যুদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আইএমওর নেই’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সেক্রেটারি জেনারেল আর্সেনিও ডমিঙ্গুয়েজ বলেছেন যে,…

% দিন আগে

আপনি কতোটা আত্মবিশ্বাসী? এই পরীক্ষাটি দিলেই বুঝতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই ছবিতে কোন জিনিসটি প্রথম আপনার নজর কাড়ছে, তা থেকে…

% দিন আগে

দিল্লি জামে মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩১ মে ২০২৪ খৃস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১…

% দিন আগে

বেশি প্রোটিন খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কী বাড়তে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাম্প্রতিক সময় তরুণ প্রজন্মের মধ্যে কার্বোহাইড্রেট বাদ দিয়ে প্রোটিনজাতীয় খাবার…

% দিন আগে

গরমকে কাবু করতে প্রতিদিন ডায়েটে পাতিলেবু খান বিভিন্নভাবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আইসক্রিম থেকে শরবত কিংবা রান্নায় খেতে পারেন পাতিলেবু। প্রতিদিন লেবু…

% দিন আগে