দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের বাসিন্দা ডোনাতো ফ্রাতারোলি। বিয়ের আয়োজন করার কথা ছিল ইতালিতে। পরিকল্পনা সাজানোই ছিল ঠিক সেভাবেই। কিন্তু বিপত্তি বাধালো তারই পোষা কুকুর চিকি। পাসপোর্ট কামড়ে ছিঁড়ে ফেলে কুকুরটি বিয়ের আসর প্রায় বন্ধ করার মতো পরিস্থিতি করেছে ফ্রাতারোলিকে!
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিয়ের তারিখ ছিল গত ৩১ আগস্ট। সেজন্য ফ্রাতারোলি ও তার বাগদত্তা ওই দিন বিয়ের ফর্ম পূরণের জন্য সিটি হলেও গিয়েছিলেন। কাজ সেরে কয়েক ঘণ্টা পর বাড়ি ফিরে তারা দেখতে পান যে, তাদের দেড় বছরের দুষ্টু কুকুরটি রীতিমতো মনের সুখে বরের পাসপোর্ট চিবুচ্ছে। ইতিমধ্যে পাসপোর্টের একাধিক পৃষ্ঠা সে নষ্ট করে ফেলেছে।
ঘটনার পর ভিষণ দুশ্চিন্তায় পড়ে যান ফ্রাতারোলি। তিনি সমস্যা সমাধানের জন্য স্থানীয় কর্মকর্তাদের সহায়তা চেয়েছেন।
স্থানীয় মিডিয়াকে ফ্রাতারোলি বলেন যে, ‘আমি বেশ চাপে আছি। সৌভাগ্যক্রমে কংগ্রেসম্যানের অফিস থেকে সহায়তার আশ্বাস দেওয়া হয়। তারা আমার এবং স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছেন। আমাকে নতুন পাসপোর্ট পাইয়ে দেওয়ার জন্য সবোর্চ্চ দ্রুত প্রচেষ্টা চালাচ্ছেন সেখানকার কর্মকর্তারা।’
পরদিন এই দম্পতির ইতালি যাওয়ার কথা রয়েছে। তবে মজার ব্যাপার হলো বরকে জানানো হয়েছে সে যদি ফ্লাইটের পূর্বে পাসপোর্ট ঠিক করতে না পারে তাহলে তাকে ছাড়াই কনে ও আমন্ত্রিতদের ইতালি চলে যেতে হবে। তখন তিনি একা একা বাড়িতেই থাকবেন।
তবে এই বিষয়ে বরও মজা করতে ছাড়েননি। তিনি রীতিমতো বলে দিয়েছেন যে, যদি সময়মতো পাসপোর্ট ঠিক নাই হয় তবে কনে ও অতিথিরা মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসার পর তাদের সঙ্গে বিয়ের পার্টিও করবেন।
তিনি তার বাগদত্তা এবং আত্মীয়দের তাকে ছাড়াই ইতালিতে যাওয়ার জন্য উৎসাহও দিয়েছেন। বিয়ের জন্য ১০০ অতিথিকেও দাওয়াত করেছিলেন ফ্রাতারোলি দম্পতি।
কুকুরে কাণ্ডে মন খারাপ হলেও রসিকতা করে ফ্রাতারোলি বলেন, ‘আমি কুকুরটিকেও দোষ দিতে পারি না কারণ তাকে বিয়েতে দাওয়াত না দেওয়ায় ও সঙ্গে নিতে রাজি না হওয়ায় সে মন খারাপ করেছিল!’
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on আগস্ট ২২, ২০২৩ 5:15 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…