দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বামীকে হত্যার উদ্দেশ্যে কফিতে নিয়মিত বিষাক্ত পদার্থ মিশাতেন জনৈকা স্ত্রী। গত কয়েক মাস ধরেই তিনি এই কাজটি করে আসছিলেন। এই অপরাধের অভিযোগে ইতিমধ্যেই ওই নারীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা পুলিশ।
সম্প্রতি এনডিটিভি এক প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি গত মার্চের ঘটনা। স্বামী রোবি জনসন হটাত করে কফিতে অন্যরকম স্বাদ অনুভব করা শুরু করেন। তারা তখন জার্মানিতে অবস্থান করছিলেন। প্রথমদিকে স্বাদে পরিবর্তন পাওয়ার পর তিনি কফি খাওয়া বন্ধ করে দেন। তবে ভান করেন যে, তিনি নিয়মিত কফি খাচ্ছেন, যাতে তার স্ত্রী বুঝতে পারেন যে তিনি নিয়মিত কফি খাচ্ছেনই। কারণ জনসনের উদ্দেশ্য ছিল বিমান ঘাঁটিতে গিয়ে তারপর তার বিরুদ্ধে মামলা করা।
স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী জানা যায়, স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই মেরোডি ফেলিকানো জনসন নামে ওই নারীকে অভিযুক্ত করা হয়েছে। জনসন মার্কিন নৌবাহিনীতে কর্মরত ছিলেন ও এই দম্পতির একটি সন্তানও রয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, আদালতের নথি অনুযায়ী জনসন স্ট্রিপ পুল টেস্টিং এর মাধ্যমে তার কফির পাত্রটিতে যে উচ্চ মাত্রার ক্লোরিন রয়েছে তা আবিষ্কার করেন।
তদন্তকারীদের জনসন বলেছেন, তিনি তার স্ত্রীর ক্রিয়াকলাপ পর্যবেক্ষণের জন্য বেশ কয়েকটি লুকানো ক্যামেরাও ইনস্টল করেন। সেইসব ফুটেজে দেখা যায়, তার স্ত্রী নিয়মিতভাবে ব্লিচ প্রক্রিয়া করে কফি মেকারে দিতো। তার মৃত্যু থেকে সুবিধা নেওয়ার জন্যই এই হত্যা চেষ্টা চালানো হয় বলে জানিয়েছেন জনসন।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on আগস্ট ২৯, ২০২৩ 3:34 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই হয়তো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো 'প্রিয়তমা'…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদ্যাপনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক প্রতিযোগিতা দেখে থাকি। তবে আজ এমন এক বিচিত্র…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১৮ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, অনিয়ম জীবনযাপনের জেরে শরীরে রোগের…