Categories: বিনোদন

ভারতে তিন সিনেমায় মিশা সওদাগর

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেনারসে ‘দরদ’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার পর মিশা সওদাগর এবার ‘খেলা হবে’ ও ‘কবি’ ছবির শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন যথাক্রমে মুম্বাই এবং কোলকাতা।

সিনেমার ভিলেন মানেই মিশা সওদাগর। গত দেড় যুগেরও বেশি সময় দেশীয় সিনেমায় এই চিত্র চলমান রয়েছে। নায়ক নায়িকা যেই থাকুক না কেনো, পর্দায় তাদের মধ্যে ঝামেলা বাঁধাতে মিশার উপস্থিতি যেনো অপরিহার্য! ৩ দশক ধরে সমানতালে কাজ করে যাচ্ছেন রুপালী পর্দার এই মানুষটি।

নতুন খবর হলো, এবার পরপর ৩টি নতুন ছবিতে যুক্ত হলেন মিশা সওদাগর। ৩টি ছবির শুটিং হবে ভারতের তিনটি রাজ্যে! মিশার ভাষায়, যা রীতিমত ভারতে আমার হ্যাট্রিক!

Related Post

মিশা সওদাগর জানিয়েছেন, শীঘ্রই ৩টি ছবির শুটিং হবে ভারতের তিন মাথায়! ভিসা পেলেই দরদের শুটিংয়ে বেনারসে যাবো। ‘খেলা হবে’র শুটিং হবে মুম্বাই ও ‘কবি’ হবে কোলকাতায়। মিশা সওদাগর বলেন, অনন্য মামুনের পরিচালনায় হচ্ছে ‘দরদ’ যেখানে শাকিব রয়েছে। এটি হলো বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। ‘খেলা হবে’ বানাচ্ছেন তানিম রহমান অংশু এবং হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় নির্মিত হবে ‘কবি’। সামনে আরও একটি ভারতীয় ছবি রয়েছে।

মিশা সওদাগর বলেন, “সিনেমা গ্লোবালি হিট হলে অনেকটা লাভবান হওয়া যায়। যেটা প্রিয়তমা, হাওয়া, সুড়ঙ্গ ও দেবী দিয়ে আমরা সকলেই দেখেছি। গ্লোবালি হিট হলে প্রযোজকরা আরও ছবি বানাতে উৎসাহিত হবেন- সেটিই স্বাভাবিক। সেইসঙ্গে ধীরে ধীরে আমাদের মার্কেটও তখন বাড়বে। সে কারণেই ভালো সিনেমাগুলোকে সাপোর্ট করা উচিত।”

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on নভেম্বর ১, ২০২৩ 12:19 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

রায়হান রাফীর থ্রিলার ওয়েব ফিল্ম ‘মায়া’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর…

% দিন আগে

নেপাল ও ভারতে বন্যায় ১৫০ নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নেপাল ও ভারতে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে দেড়…

% দিন আগে

এক ইঞ্জিনিয়ারের একে একে ৬ মহিলাকে বিয়ের পর যা ঘটলো!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক ইঞ্জিনিয়ারের একে একে ৬ মহিলাকে বিয়ের ঘটনা ঘটেছে। আর…

% দিন আগে

সুনামগঞ্জের তাহিরপুরের নীলাদ্রি লেক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৪ আশ্বিন ১৪৩১…

% দিন আগে

যে শাকে বশে থাকবে ডায়াবেটিস ও ফিরবে লিভারের হাল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিদিনের ডায়েটে রাখুন সজনে শাককে। এতেই ডায়াবেটিসকে বশে রাখতে পারবেন।…

% দিন আগে

সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ হচ্ছে অস্ট্রেলিয়ায় কিশোরদের জন্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ উল্লেখ করে শিশুদের সামাজিক…

% দিন আগে