দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে পুলিশ দম্পতি হত্যাকাণ্ডের অপর আসামী ঐশীর বন্ধু জনিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে।
পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী সপ্না হত্যা মামলায় নিহত দম্পতির মেয়ে ঐশীর বন্ধু জনিকে গ্রেফতার করার জন্য দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর বাড্ডা এলাকার একাটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। খবর অনলাইন সূত্রের।
সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ডিসি মাসুদ বলেছেন, পুলিশ দম্পতি হত্যার পর থেকে ঐশীর বন্ধু জনি পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে বুধবার রাতে গ্রেফতার করে ডিবির একটি দল।
উল্লেখ্য গত ১৬ আগস্ট সন্ধ্যায় রাজধানীর চামেলীবাগের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) পরির্দশক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের পর নিহত দম্পতির মেয়ে ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করলে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে রিমাণ্ড চাইলে আদালত রিমাণ্ড মঞ্জুর করে। পরে ঐশী বাবা মাকে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ঐশী রিমাণ্ডে এসে তার বন্ধু জড়িতের কথা বললে পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজিছিল।
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১৯ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে এই ভেষজগুলো প্রতিদিনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো ইউটিউব। অনলাইনে আয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই হয়তো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো 'প্রিয়তমা'…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদ্যাপনে…